সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের সরণিতে ফিরল টিম ইন্ডিয়া। মাত্র দুদিন আগে নিউজিল্যান্ডের কাছে হারলেও দুরন্ত কামব্যাক করলেন হরমনপ্রীত কৌররা। হাড্ডাহাড্ডি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। চলতি টি-২০ বিশ্বকাপে এই প্রথমবার জয়ের স্বাদ পেল ভারত। দুই ম্যাচ খেলে আপাতত উইমেন ইন ব্লুর ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। তবে ম্যাচ জেতানো ইনিংস খেলতে গিয়ে চোট পেলেন হরমনপ্রীত। নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে সেই দৃশ্য।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। শেষ বল পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই। চলতি বছরে পুরুষদের টি-২০ বিশ্বকাপে এমনই এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। সেই একইরকম ম্যাচ দেখা গেল মহিলাদের টি-২০ বিশ্বকাপেও। মাত্র ১০৬ রানের পুঁজি নিয়েও ভারতকে সেয়ানে সেয়ানে টক্কর দিল পাকিস্তান। অল্প টার্গেট থাকলেও রান তুলতে বেশ বিপাকে পড়ল ভারত। এদিন বড় ব্যবধানে জিততে পারলে বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পথ সহজ করে ফেলত হরমনপ্রীতের দল। কিন্তু ম্যাচ জিতলেও নেট রানরেটে সেরকম উন্নতি হল না ভারতের। বরং উইমেন ইন ব্লুর উদ্বেগ বাড়াবে অধিনায়কের চোট।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]