মহিলাদের টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাক মহারণ, ঘুরে দাঁড়াতে মরিয়া হরমনপ্রীতরা


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম‌্যাচে লজ্জাজনক হারের চব্বিশ ঘণ্টার মধ্যেই মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম‌্যাচ খেলতে নামছে ভারত। রবিবার হরমনপ্রীত কৌরদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

নিউজিল‌্যান্ডের কাছে প্রথম ম‌্যাচে ভারতীয় দলের বিশাল ব‌্যবধানে পরাজয় বেশ কিছু প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। তার উপর এই হারের ফলে সেমিফাইনালে ওঠার অঙ্কটাও কিছুটা জটিল হয়ে পড়েছে। হারের ফলে ভারতের রান রেট অনেকটাই কম হয়ে গিয়েছে। এই সমস‌্যাগুলিকে দূর করতে পারে একটা বড় জয়। এবং সেই লক্ষ‌্যকে সামনে রেখেই হরমনপ্রীতরা দ্বিতীয় ম‌্যাচে মাঠে নামছেন। ভারতীয় দলের ব‌্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন হতে পারে। তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে ভারতীয় শিবির থেকে।

আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই পরাস্ত হয়েছেন হরমনপ্রীতরা। গোটা দলকে বিধ্বস্ত মনে হয়েছে। সমস্যা হল এবারের টি-২০ বিশ্বকাপে ভারত পড়েছে কঠিন গ্রুপে। তাই প্রথম ম্যাচের বড় হার ভাতের সেমির সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে। সেকারণেই পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় প্রয়োজন। জানা গিয়েছে, পাক দলের বিরুদ্ধে ভারতীয় শিবির ব‌্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে। তবে ভারতের একটাই লক্ষ‌্য বড় জয়। অন‌্যদিকে, শ্রীলঙ্কাকে প্রথম ম‌্যাচে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত বনাম পাকিস্তান
দুবাই, বিকাল ৩.৩০
স্টার স্পোর্টস নেটওয়ার্ক

Leave a Reply