IND vs PAK: রবিবারের মেগা ডুয়েল, টস ভাগ্য সঙ্গ দিল না হরমনপ্রীতের; রানের পাহাড় দিতে চায় পাকিস্তানImage Credit source: X
কলকাতা: রবিবাসরীয় ভারত-পাক ম্যাচের অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। দুবাইতে টস ভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের। টস জিতেছেন পাক অধিনায়ক ফতিমা সানা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একদিকে এ বারের টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করা নিদা দাররা। আর অপরদিকে কিউয়িদের কাছে হেরে যাওয়া স্মৃতি মান্ধানারা। হ্যারিদের বড় রানের লক্ষ্য দিতে চায় পাকিস্তান। আর সেই টার্গেট তাড়া করে ম্যাচ জিততে চান রিচারা। কেমন হল দুই দলের একাদশ? টস শেষে কী বললেন দুই ক্যাপ্টেন? জেনে নিন বিস্তারিত।
বিস্তারিত আসছে…