বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্যে হায়দরাবাদ পৌঁছল মেন ইন ব্লু, ‘লোকাল বয়’ এর স্পেশাল মেসেজ


India vs Bangladesh: ভিডিয়ো: বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্যে হায়দরাবাদ পৌঁছল মেন ইন ব্লু, ‘লোকাল বয়’ এর স্পেশাল মেসেজImage Credit source: BCCI X

কলকাতা: গোয়ালিয়র, দিল্লির সফরের পর টিম ইন্ডিয়া (Team India) এ বার পৌঁছে গিয়েছে হায়দরাবাদে। ১ ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ জিতেছে মেন ইন ব্লু। বাংলাদেশের বিরুদ্ধে পরপর ২টি টি-টোয়েন্টি ম্যাচ ভারতের পক্ষে গিয়েছে। এ বার সিরিজের শেষ ম্যাচ হায়দরাবাদে। সেখানে শুক্রবার পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানকার ‘লোকাল বয়’ নীতীশ কুমার রেড্ডি দিয়েছেন স্পেশাল মেসেজ। বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে তা দেখা গিয়েছে।

বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে একটি ১ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভারতীয় টিমের ক্রিকেটাররা পৌঁছে গিয়েছেন হায়দরাবাদে। তিলক ভার্মা ও নীতীশ রেড্ডি তেলুগুতে কথা বলতে থাকেন। অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৪ বলে ৭৪ রানের ইনিংস উপহার দেন নীতীশ। বল হাতে নেন ২ উইকেট। এ বার নিজের ঘরের মাঠে খেলবেন নীতীশ। তার আগে সমর্থকদের পাশে থাকার কথা বলেছেন তিনি।

এই খবরটিও পড়ুন

বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে তিলক ভার্মা ও নীতীশ রেড্ডিকে তেলুগুতে কথা বলতে শোনা যায়। বিমানবন্দরে বসে তাঁরা প্রথমে কথা বলছিলেন। এরপর বিমানেও তাঁদের দেখা যায় তেলুগুতে কথা বলতে। যা শুনে তাঁদের পাশে থাকা ক্যাপ্টেন স্কাই হাসতে থাকেন।

এ বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর টিম ইন্ডিয়া একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। বিশ্বজয়ের পর পরই শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া জিম্বাবোয়ে সফরে গিয়েছিল। সেখানে ৫ ম্যাচের সিরিজ মেন ইন ব্লু জিতেছিল ৪-১ ব্যবধানে। এরপর গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজ জেতে সূর্যর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এ বার দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ হারানোর পালা। আপাতত সিরিজে ২-০ এগিয়ে ভারত।



Leave a Reply