‘ছোট্ট’ ক্রিকেটে মনোজ তিওয়ারি, উথাপ্পার নেতৃত্বে শুরুতেই সামনে পাকিস্তান!


হংকং সুপার সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলার মনোজ তিওয়ারি। এই টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন রবিন উথাপ্পা। ক্রিকেট বিশ্বে জনপ্রিয় এই টুর্নামেন্ট। একটা সময় ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলের মতো কিংবদন্তিরা খেলেছেন। টুর্নামেন্টের ফরম্যাট ব্যতিক্রমী হওয়ায় এর বিনোদনও আলাদা। টুর্নামেন্টের ২০তম সংস্করণে অংশ নেবে ১২টি দল। খেলবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো টিমও।

হংকং সুপার সিক্সেস শুরু হয়েছিল ১৯৯২ সালে। ২০০৫ সালে চ্য়াম্পিয়ন হয়েছিল ভারত। তবে ২০১৭ সাল থেকে এই টুর্নামেন্ট বন্ধ ছিল। ফের শুরু হচ্ছে হংকং সুপার সিক্সেস। টুর্নামেন্টের নাম থেকেই যেন এর বৈচিত্র আন্দাজ করা যায়। ছ-জন করে প্লেয়ার নিয়ে ম্যাচ। পাঁচ ওভারের খেলা। তবে ফাইনাল পাঁচ ওভারের হলেও প্রতি ওভারে ৮টি ডেলিভারি। ফাইনালে উইকেট কিপার ছাড়া ফিল্ডিং টিমের প্রত্যেককেই বোলিং করতে হবে।

ওয়াইড এবং নো বলে ব্যাটিং টিম পাবে ২ রান করে। একজন ব্যাটার ৩১ রানে পৌঁছে গেলে তাঁকে ক্রিজ ছাড়তে হবে। তিনি ফের মাঠে নামতে পারবেন যদি তাঁর সতীর্থরা সকলে আউট হয়ে যান কিংবা অবসৃত হন। ১ নভেম্বর শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

হংকং সুপার সিক্সে ভারতের স্কোয়াড-রবিন উথাপ্পা (ক্যাপ্টেন), কেদার যাদব, স্টুয়ার্ট বিনি, মনোজ তিওয়ারি, শাহবাজ নাদিম, ভরত চিপলি, শ্রীবৎস গোস্বামী (উইকেট কিপার)।

Leave a Reply