তনুষের অনবদ্য বোলিং, রুদ্ধশ্বাস সমাপ্তির পথে মুম্বই-বরোদা


রঞ্জি ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই। এ বার তারা অভিযান শুরু করেছে বরোদার বিরুদ্ধে। ম্যাচের দিন জোরালো ধাক্কা খেয়েছিল মুম্বইয়ের আত্মবিশ্বাস। দুরন্ত প্রত্যাবর্তনও করেছে তারা। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই এ বার সরাসরি জয়ের লক্ষ্যে। ম্যাচের শেষ দিন রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হবে বলাই যায়। এই ম্যাচে আপাতত অ্যাডভান্টেজ কাউকেই রাখা যাচ্ছে না। তবে ম্যাচে বেশির ভাগ সময় অ্যাডভান্টেজ ছিল বরোদাই।

প্রথম ইনিংসে ২৯০ রান করেছিল বরোদা। মুম্বইয়ের শুরুটা ভালো হলেও অজিঙ্ক রাহানের উইকেট সব এলোমেলো করে দেয়। হার্দিক তামোরে ও রাহানে জুটি দুর্দান্ত ব্যাট করছিল। ১৪০ রানে তৃতীয় উইকেট হিসেবে আউট হার্দিক। একই স্কোরে ফেরেন রাহানে। বোর্ডে মাত্র ১ রান যোগ হওয়ার পর আউট শ্রেয়সও। ১৪০-২ থেকে ২১৪ রানে অলআউট হয়ে যায় মুম্বই। প্রথম ইনিংস লিড নেওয়ায় বরোদা ভালো জায়গায় ছিল। মুম্বইয়ের কাছে সরাসরি জয় ছাড়া দ্বিতীয় বিকল্প নেই।

এই খবরটিও পড়ুন

দ্বিতীয় ইনিংসে বরোদাকে মাত্র ১৮৫ রানেই অলআউট করে মুম্বই। বরোদা ইনিংসে সর্বাধিক ৫৫ রান ক্যাপ্টেন ক্রুনাল পান্ডিয়ার। মুম্বইয়ের স্পিনার তনুষ কোটিয়ান পাঁচ উইকেট নেন। সরাসরি জয়ের জন্য মুম্বইয়ের টার্গেট দাঁড়ায় ২৬২ রান। পিচে স্পিনারদের জন্য সুবিধা রয়েছে। দলীয় ২৫ রানে পৃথ্বী শ আউট। এরপর হার্দিক তামোরে রান আউট। মুম্বইয়ের চাই আরও ২২০ রান। ভরসা ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। আয়ুষ মাহত্রের সঙ্গে ৪ রানে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ রাহানে। টিমে শ্রেয়স আইয়ারও রয়েছেন। প্রথম ইনিংসে শূন্য করা শ্রেয়সের আত্মবিশ্বাস ভালো জায়গায় নেই। রাহানে যদি ক্যাপ্টেন্স নক খেলতে পারেন, মুম্বইয়ের পক্ষে জেতা সম্ভব।

Leave a Reply