বিতর্কের আবহেই নয়া নির্দেশ আইএফএ-র, স্থগিত কলকাতা লিগে ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবারের ম্যাচ


শিলাজিৎ সরকার: কলকাতা লিগের শেষ পর্যায়ে এসে ধাওয়া করেছে বিতর্ক। মহামেডানের থেকে পয়েন্ট কেটে ইস্টবেঙ্গলকে পুরো ৩ পয়েন্ট দিয়ে দেওয়া নিয়ে প্রবল চর্চা। এমনকী ডায়মন্ড হারবার লিগ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর। লিগে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের ম্যাচ হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। যা কার্যত ফাইনাল বলে ধরা হচ্ছিল। কিন্তু সোমবার সেই ম্যাচ হচ্ছে না। আইএফএ থেকে জানানো হয়েছে অনিবার্য কারণে সেই ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। ম্যাচটি পরে কবে, কখন হবে তা জানিয়ে দেওয়া হবে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Leave a Reply