দলীপ-ইরানি-রঞ্জি প্রতি মঞ্চেই অভিমন্যু হাঁকাচ্ছেন সেঞ্চুরি, মিলবে অজি সফরের টিকিট?


Abhimanyu Easwaran: দলীপ-ইরানি-রঞ্জি প্রতি মঞ্চেই অভিমন্যু হাঁকাচ্ছেন সেঞ্চুরি, মিলবে অজি সফরের টিকিট?Image Credit source: X

কলকাতা: ঘরোয়া ক্রিকেটে অনবদ্য ছন্দে রয়েছেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran)। কয়েকদিন আগে দলীপ ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তারপর ইরানি কাপেও মুম্বইয়ের হয়ে শতরান এসেছিল তাঁর ব্যাটে। এ বার রঞ্জি ট্রফির মঞ্চেও উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন অভিমন্যু। একানা স্টেডিয়ামে অভিমন্যু ১৪০ বলে তিন অঙ্কের রানে পৌঁছান। ঘরোয়া ক্রিকেটে টানা ৪ শতরানের পর সোশ্যাল মিডিয়ায় সকলে বলাবলি শুরু করেছেন, এ বছরের শেষে হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) সুযোগ পাওয়া উচিত অভিমন্যুর।

বাংলার হয়ে এ বারের রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে অভিমন্যুর ব্যাট চলেনি। ৫ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে এসেছে ঝকঝকে শতরান। সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন অভিমন্যু। ১৭২ বলে ১২৭ রানে নট আউট থেকে মাঠ ছেড়েছেন বাংলার ওপেনার। তাঁর এই দুরন্ত ইনিংসে এসেছে ১২টি চার। দেশের মাটিতে দিনদুয়েক পর শুরু হতে চলা নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ডাক পাননি অভিমন্যু। কিন্তু বাংলার ওপেনারের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখে অনেকেই চাইছেন, টিম ইন্ডিয়ার অজি সফরের টিকিট যেন তিনি পান।

এই খবরটিও পড়ুন

উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলার হয়ে সেঞ্চুরি করেছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। দ্বিতীয় ইনিংসেও তিনি সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে সুদীপের। বাংলা ৩ উইকেটে ২৫৪ রান তোলে দ্বিতীয় ইনিংসে। উত্তরপ্রদেশের টার্গেট ২৭৪। এ বার দেখার বাংলার বোলাররা উত্তরপ্রদেশকে কত রানে আটকে দিতে পারে।



Leave a Reply