সব অনুরোধ খারিজ, রিঙ্কু সিংকে কেক-এ ‘ডোবাতেই’ গডস প্ল্যান স্লোগান!Image Credit source: BCCI
কলকাতা: গডস প্ল্যান বেবি… এ এক জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে। এই স্লোগানকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছেন আলিগড়ের নবাব রিঙ্কু সিং (Rinku Singh)। নিজের হাতে ট্যাটুতেও খোদাই করেছেন ‘গডস প্ল্যান।’ বাংলাদেশের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ (T20) সিরিজের টিমে ছিলেন রিঙ্কু। তিন ম্যাচেই একাদশে ছিলেন। সিরিজের শেষ ম্যাচ ছিল ১২ অক্টোবর। সে দিনই আবার ছিল রিঙ্কুর জন্মদিন। সিরিজ জয়ের পর ভারতের ড্রেসিংরুমে হয় টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সেলিব্রেশন। সেখানেই রিঙ্কুর জন্মদিনও সেলিব্রেট করেন তাঁর সতীর্থরা। রিঙ্কুকে কেকে কার্যত ডুবিয়ে দেন অর্শদীপ সিংরা। সেই সময়ও রিঙ্কুর মুখে শোনা যায় গডস প্ল্যান স্লোগান।
বোর্ডের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। বিসিসিআই টিভির সেই ভিডিয়োতে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের তিন ভেনুর টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেখানেই শেষে রয়েছে রিঙ্কু সিংয়ের জন্মদিন সেলিব্রেশনের কিছু দৃশ্য। ভারতীয় তরুণ বোলার অর্শদীপ সিং জোর করে রিঙ্কুর সারা মুখে কেক মাখিয়ে দেন। রিঙ্কু অনুরোধ করেছিলেন, যেন তাঁর মুখে অল্প কেক মাখানো হয়। কিন্তু তাঁর কথায় আমল দেননি অর্শদীপ।
এই খবরটিও পড়ুন
Memorable Debuts and exemplary performances on the field and raw celebrations off it! 😃
Recap all the moments from #TeamIndia‘s T20I series win 🎥🔽#INDvBAN | @IDFCFIRSTBankhttps://t.co/OMdK90JCp0
— BCCI (@BCCI) October 14, 2024
Indian team celebrating the birthday of Rinku Singh 🇮🇳 ❤️ pic.twitter.com/VvrmhoH6cw
— Johns. (@CricCrazyJohns) October 14, 2024
Birthday celebrations of Rinku Singh with Team India. ❤️ pic.twitter.com/76wtwZEq05
— Tanuj Singh (@ImTanujSingh) October 14, 2024
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রিঙ্কুর মুখ ভর্তি কেক মাখা ছবি। সেখানেও তাঁর হাসি অমলিন। ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ শেষ হতেই রিঙ্কু আবার ডুব দিয়েছেন অনুশীলনে। নিজের ইন্সটাগ্রামে রিঙ্কু তাঁর জিম সেশনের এক ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘হার্ডওয়ার্ক নেভার স্লিপস (পরিশ্রম কখনো ঘুমোয় না)।’