ডার্বির আগে ফুটবলারদের নিয়ে দীর্ঘ বৈঠকে মোহনবাগান কোচ মোলিনা, নজর উইং প্লে-তে


স্টাফ রিপোর্টার: তিন দিন পরেই ডার্বি। মোহনবাগান অনুশীলনে গেলেই বোঝা যাচ্ছে। যুবভারতীর অনুশীলন মাঠে জ্যাসন কামিংসদের অনুশীলন দেখতে এসে মোহনবাগান সমর্থকদের যে উচ্ছ্বাস চোখে পড়ল তাতে করে বলেই দেওয়া যায়, মহামেডান ম্যাচ জয়ের পর ফুটবলারদের আত্মবিশ্বাস যেমন দ্বিগুণ হয়েছে, ঠিক তেমনি সমর্থকদেরও আস্থা ফিরে এসেছে পুরোদমেই। যে আস্থা হঠাৎই ধাক্কা খেয়েছিল সুনীল ছেত্রীদের কাছে বিধ্বস্থ হওয়ার পর।

সোমবারই বড় ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সবাই যোগ দেননি সোমবার। জাতীয় দল থেকে ফিরে এদিন আপুইয়া আর শুভাশিস বসুরা যোগ দিলেন। মঙ্গলবার গোটা দলকে নিয়ে অনুশীলনের শুরুতেই দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকে বসলেন জোসে মোলিনা। প্রায় পঁয়তাল্লিশ মিনিটের এই বৈঠকে কার্যত ব্লু প্রিন্ট তৈরি করে ফেললেন আসন্ন ডার্বির। এর পর অনুশীলনে নেমেই জোর দিলেন সিচুয়েশন প্র্যাকটিসে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুই উইংকে ব্যাবহার করে আক্রমণ শানাতে চান তা এদিনের অনুশীলনে বোঝা গেল। লিস্টন কোলাসোদের দিয়ে বারবার দিমিত্রি আর মনবীরকে উদ্দেশ্য করে সেন্টার করালেন বক্সের ভিতর। কখনও কখনও আক্রমণে উঠে গোল করলেন শুভাশিস বসুও। এদিন অনুশীলনে নজর কাড়লেন গ্রেগ স্টুয়ার্টও। বারবার সবুজ-মেরুন সমর্থকদের হাততালিই বলে দিচ্ছিল ডার্বির জন্য নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত শুভাশিসরা।

কিন্তু সমস্যা একটা থেকেই গেল। এদিনও দলের সঙ্গে অনুশীলন করতে পারলেন না আলবার্তো রড্রিগেজ। তিনি ফিজিওর সঙ্গে মাঠের এক কোণে অনুশীলন করে গেলেন। আলবার্তোর সঙ্গে আলাদা করে অনুশীলন করলেন গ্লেন মার্টিন্সও। আলবার্তো যদি শনিবার একান্তই না খেলতে পারে তাহলে রক্ষণ নিয়ে কিছুটা হলেও চিন্তা থাকবে মোলিনার। এদিনের অনুশীলনে নুনো রেইসেরও পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তিনিও সমর্থকদের প্রশংসা কুড়ালেন। অনুশীলন শেষে ম্যাকলারেনের কাছে ডার্বি ম্যাচে গোল উপহার চাইলেন সবুজ-মেরুন সমর্থকরা। ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে রীতিমতো উত্তেজিত এই অজি তারকা। বলছেন, “গত মরশুমের ডার্বি আমি দেখেছি। ভারতীয় ফুটবল সূচিতে সবথেকে বড় ম্যাচ। এই ম্যাচ খেলতে পারব ভেবে গর্ব হচ্ছে। আমাদের সমর্থকরাও মহামেডান ম্যাচের মতোই পারফরম্যান্স প্রত্যাশা করছে আমাদের কাছে।”

শুধু ম্যাকলারেনই নন, দলের তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাসও তৈরি এই ম্যাচে নামার জন্য। মঙ্গলবার তিনি বলছিলেন, “আমি বাঙালি হয়ে এই ম্যাচটার গুরুত্ব বুঝি। জানি কেমন উত্তেজক ম্যাচ হয়। তেমনভাবেই নিজেদের তৈরি করেছি এই ম্যাচটার জন্য। নিজেদের একশো শতাংশ দিয়ে এই ম্যাচটা আমরা জিততে চাই।” এদিকে মঙ্গলবার অনুশীলনে দেখা গেল না আশিক কুরুনিয়নকে। বুধবার বিকেল প্র্যাকটিস রেখেছেন কোচ মোলিনা।

Leave a Reply