বিদায়বেলায় ইচ্ছা পূরণ, মিরপুরেই জীবনের শেষ টেস্ট খেলবেন শাকিব


সুকুমার সরকার, ঢাকা: নিজের দেশের জনতার সামনে আন্তর্জাতিক টেস্ট কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন। শাকিব আল হাসানের সেই ইচ্ছা পূরণ হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দলে রাখা হল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে। উল্লেখ্য, আওয়ামি লিগ সরকারের পতনের পর শাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তার পর থেকে দেশে ফিরতে পারেননি তারকা অলরাউন্ডার। তাঁর নিরাপত্তা নিয়েও সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত যাবতীয় সমস্যা মিটেছে। নিজের দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন শাকিব। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply