সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি। বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। বুধবার সকাল থেকে বেঙ্গালুরুতে দফায় দফায় বৃষ্টি হয়। যার জেরে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে একটি বলও গড়ায়নি মাঠে।
বুধবার সকাল থেকেই বেঙ্গালুরুর আকাশের মুখ ভার ছিল। ফলে টসের আগেই ঢেকে দিতে হয় পিচ। বেলা ১১.৩০ মিনিটে বৃষ্টি খানিকটা কমলেও কভার খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলস্বরূপ, টসের সময়ও পিছিয়ে যায়। সেই সঙ্গে প্রথম সেশনের খেলাও ভেস্তে যায়। দ্বিতীয় সেশনেও একাধিকবার সাময়িকভাবে বৃষ্টি কমলেও, খেলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে দুপুর আড়াইটে নাগাদ প্রথম দিনের খেলা বাতিল বলে ঘোষণা করে দেন আম্পায়াররা।