ডার্বির আগেই শহরে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, বসবেন কি ডাগ আউটে?


শিলাজিৎ সরকার: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ইস্টবেঙ্গলের। ডার্বির আগেই শহরে আসছেন নতুন কোচ অস্কার ব্রুজো। জানা গিয়েছে, ভিসা সংক্রান্ত যে সমস্যা ছিল, তা মিটে গিয়েছে। ফলে ভারতে আসতে কোনও বাধা নেই স্প্যানিশ কোচের। সব ঠিকঠাক চললে শুক্রবার রাতের মধ্যেই চলে আসতে পারেন অস্কার।

আইএসএলে টানা তিন ম্যাচে হার। তার পরই বিদায় ঘটেছে কোচ কার্লেস কুয়াদ্রাতের। মাঝে একম্যাচ দায়িত্ব সামলেছেন বিনো জর্জ। সেই ম্যাচেও জয় আসেনি। তড়িঘড়ি নতুন কোচ অস্কারের নাম ঘোষণা হয়ে গেলেও, তিনি কবে আসবেন তা নিয়ে জল্পনা ছিল। বুধবার সন্ধ্যা পর্যন্ত ভিসার কাগজ পাননি তিনি। কিন্তু আপাতত নিশ্চিন্ত হতে পারেন লাল-হলুদ সমর্থকরা। ভিসা পেয়ে গিয়েছেন তিনি। শুক্রবারের মধ্যেই তিনি শহরে আসতে পারেন তিনি। সেই সঙ্গে খবর, অস্কারকে ডার্বিতে ডাগ আউটে বসানোর চেষ্টাও চলছে।

Leave a Reply