এশিয়া কাপে দুর্দান্ত শুরু, শেষ ওভারে পাক বধ ভারতের


এমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত শুরু ভারতের। এই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এমার্জিং এশিয়া কাপ। তিলক ভার্মার নেতৃত্বে ভারত এ দল গড়া হয়েছে। টি-টোয়েন্টি হওয়ায় আইপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটাররাও রয়েছেন। ফলে বয়সের দিক থেকে তরুণ হলেও অভিজ্ঞতায় পিছিয়ে নেই ভারত। দলের বেশির ভাগ ক্রিকেটারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপটে খেলেছেন। তেমনই ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজনও টিমে। শুরুটাও হল দুর্দান্ত। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত।

টুর্নামেন্টের গত সংস্করণে ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। বদলা কিছুটা হল। এ বার অভিযান শুরু হল পাকিস্তানের বিরুদ্ধে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত এ দলের অধিনায়ক তিলক ভার্মা। আইপিএলের গত সংস্করণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝড় তোলা অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধেও একই মেজাজে। মাত্র ২২ বলে ৩৫ রান করেন অভিষেক। আর এক ওপেনার প্রভসিমরন সিং মাত্র ১৯ বলে ৩৬ রান করেন। ক্যাপ্টেন তিলক ভার্মার অবদান ৩৫ বলে ৪২। লোয়ার অর্ডার ভরসা দিতে না পারলেও শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রানের বড় স্কোর ভারতের।

রান তাড়ায় শুরুতেই ২ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে পাকিস্তান। এরপর অবশ্য কিছুটা সামলে নিয়েছিল। সমানে সমানেই এগচ্ছিল ম্যাচ। শেষ ৮ বলে মাত্র ১৮ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৭। বোলিংয়ে আসেন দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা অংশুল কম্বোজ। প্রথম বলেই উইকেট নিয়ে পাকিস্তানকে প্রবল চাপে ফেলেন। তৃতীয় বলে বাউন্ডারি এলেও পরপর দুটি ডট বলে পাকিস্তানের জয়ের রাস্তা বন্ধ করে দেন অংশুল। ৭ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারত।

Leave a Reply