চোট নিয়ে মরণপণ লড়াই করেও ৯৯-এ আউট পন্থ, ১৫০ করে সরফরাজের নজির


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই চিন্নাস্বামীতেই দুদিনের মাথায় সেঞ্চুরির কাছে পৌঁছে গেলেন ঋষভ পন্থ। ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর মাঠে ফিরে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলছেন তারকা উইকেটকিপার। আগের সিরিজে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। আবারও কঠিন সময়ে আগ্রাসী ইনিংস খেলে বেঙ্গালুরু টেস্টে দলকে বিপদ থেকে টেনে তুললেন। নিজে খোঁড়ালেও দলের রানকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেন। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হল না পন্থের। অন্যদিকে, ১৫০ রান করে নজির গড়লেন সরফরাজ খান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান ছিল পন্থেরই। কিন্তু তার পরেই সমস্যায় পড়েন তারকা উইকেটকিপার। কিউয়ি ইনিংস চলাকালীন আচমকাই হাঁটুতে লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় পন্থকে। পরিবর্ত উইকেটকিপার হিসাবে মাঠে নামে ধ্রুব জুরেল। এই দৃশ্য দেখেই সংশয় তৈরি হয়, চলতি টেস্টে কি আর নামতে পারবেন পন্থ? কারণ উইকেটকিপিং নয়, ব্যাট হাতেও পন্থের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Leave a Reply