সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে প্রথমবার সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ খান। তাঁর দাপুটে ব্যাটিংয়ে ভর করেই বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউটের আতঙ্ক মুছে ফেলে ৩৪৪ রান করেছে টিম ইন্ডিয়া। সরফরাজের পাশাপাশি ঋষভ পন্থের ব্যাট থেকেও এসেছে বড় রান। সবমিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হার এড়ানোর পথে রোহিত ব্রিগেডের। তবে আবারও টেস্টে বাধ সেধেছে বৃষ্টি।
বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তার পর দুদিন রোদ থাকলেও চতুর্থ দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। প্রথম ইনিংসের খেলা শুরু হতেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন দুই তরুণ তুর্কি। প্রথম সেশনে ১১৩ রান তুলে ফেলে এই জুটি। মেঘলা আবহাওয়ায় বল করতে এলেও কিউয়ি পেসাররা বিশেষ সমস্যায় ফেলতে পারেননি পন্থদের। মারকুটে ব্যাটিং করে হাফসেঞ্চুরি হাঁকান উইকেটকিপার। হাঁটুতে চোট থাকলেও পন্থের ব্যাটিং দেখে তা বোঝার উপায় নেই। মাত্র ৫৬ বলে ৫৩ রান করেছেন তিনি।
তবে এদিনের নায়ক সরফরাজ খান।