রাহুলদের ব্যর্থতায় জলে গেল সরফরাজ-পন্থের লড়াই, বেঙ্গালুরু টেস্টে হারের আশঙ্কায় ভারত


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরফরাজ খানের অসামান্য সেঞ্চুরি। চোট নিয়েও ঋষভ পন্থের লড়াই। তার পরও বেঙ্গালুরু টেস্টে হারের আশঙ্কা ভারতের মাথায়। রাহুল-জাদেজাদের ব্যর্থতায় মাত্র ১০৬ রানের লিড নিতে পারল ভারত। খারাপ আলোর জন্য এদিন ম্যাচ আগে শেষ হয়ে গেলেও, পঞ্চম দিনে হার এড়ানো মুশকিল। নিউজিল্যান্ডের জন্য লক্ষ্য মাত্র ১০৭ রান। কিন্তু দ্রুত ম্যাচ শেষ করে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ রোহিত-বিরাট। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Leave a Reply