ISL Kolkata Derby Live: উৎসবের মরশুমে আইএসএলের প্রথম ডার্বি, শেষ হাসি হাসবে কোন দল?


উৎসবের মধ্যেই বাংলায় ডার্বি-উৎসব। মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। যদিও মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুটি দলের অবস্থা সম্পূর্ণ আলাদা। সবুজ-মেরুন ব্রিগেড আগের ম্যাচেই মোহনবাগানকে উড়িয়ে দিয়ে উজ্জীবিত। অন্যদিকে আইএসএলে টানা চার ম্যাচ হেরে চাপে লাল-হলুদ বাহিনী। কিন্তু বলা হয় ডার্বি সবসময়ই সমান-সমান। যুবভারতীতে শেষ পর্যন্ত উৎসব করবে কোন দল? মোহনবাগান কি পারবে জয়ের ধারা অব্যাহত রাখতে? নাকি ইস্টবেঙ্গল তুলে নেবে লিগের প্রথম জয়?

মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, অনিরুদ্ধ থাপা, আশিস রাই, শুভাশিস বোস (অধিনায়ক), আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন। 

ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, প্রভাত লাকরা, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, নন্দ কুমার, ক্লেটন সিলভা (অধিনায়ক), মাদিহ তালাল, ডেভিড। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply