ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হার ভারতের। এই সিরিজের পরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। জোর জল্পনা মহম্মদ সামিকে নিয়ে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল দীর্ঘদিন ধরেই। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে শেষ বার খেলেছিলেন মহম্মদ সামি। এরপরই চোটের জন্য মাঠের বাইরে। অস্ত্রোপচারও হয়েছে তাঁর। ক্রমশ ফিট হয়ে উঠছিলেন সামি। এরই মাঝে বোর্ডের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন, নতুন করে হাঁটু ফুলে গিয়েছে সামির। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ ছিলেন দেশের অন্যতম সেরা পেসার। তাঁর দাবি ছিল, এই খবর গুজব। কিন্তু বেঙ্গালুরু টেস্টের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মাও বলেন যে, ‘নতুন করে হাঁটু ফুলে যাওয়ায় সামিকে ফের রিহ্যাব শুরু করতে হয়েছে। আধাফিট সামিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চাই না। ওকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই।’ বেঙ্গালুরু টেস্টের শেষেই দেখা গেল, বল হাতে নেমে পড়লেন মহম্মদ সামি।
দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র ৪৬ রানে অলআউট হলেও দুর্দান্ত কামব্যাক করেন রোহিতরা। যদিও শেষরক্ষা হয়নি। দুর্দান্ত লড়াইয়ে ম্যাচের ফল নিজেদের পক্ষে করতে পারেননি। ম্যাচ শেষেই ভারতীয় কোচিং টিমের সামনে বোলিং করেন সামি। হাঁটুতে ব্যান্ডেজ। তা নিয়েই পুরোদমে বোলিং। স্ট্রাইকে ছিলেন গম্ভীরের সহকারী অভিষেক নায়ার। পুরো সেশনটি তদারকি করেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।
এই খবরটিও পড়ুন
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২২ নভেম্বর। অনেকটা দিনই সময় রয়েছে। এর মধ্যে সামির বোলিংয়ে ফেরা নিঃসন্দেহে বড় স্বস্তির। দুপুর ২.৩০টে নাগাদ সামি বোলিং সেশন শুরু করেন। তাঁকে অবশ্য অস্বস্তিতে দেখায়নি। অভিষেক নায়ার কিছুক্ষণ ব্যাটিং করেন। এরপর মর্কেল পিচে এরিয়া মার্ক করে দেন। সেই অনুযায়ী বোলিং করেন সামি। প্রায় তিন ঘণ্টার সেশন চলে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট প্রেমীদের কাছে নিঃসন্দেহে স্বস্তির ছবি।
Mohammad Shami bowling to batting coach Abhishek Nayar on the main strip of the M Chinnaswamy stadium. He has a heavily strapped left knee, but was moving fairly well and bowling at full tilt. #INDvsNZ pic.twitter.com/wZBIYpUBQu
— Ashish Pant (@ashishpant43) October 20, 2024