বুমরা বেকায়দায় ফেলছেন কিউয়িদের, প্রথম ঘণ্টায় আটোসাটো বোলিং সিরাজদের


বুমরা বেকায়দায় ফেলছেন কিউয়িদের, প্রথম ঘণ্টায় আটোসাটো বোলিং সিরাজদেরImage Credit source: PTI

কলকাতা: কিউয়ি ব্রিগেডকে আজ, রবিবার থামাতে পারলেই ৩ টেস্টের সিরিজে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। রবিবার সকাল সকাল ভারত-নিউজিল্যান্ডের ক্রিকেট প্রেমীরা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। শনিবার রাতভর বেঙ্গালুরুতে বৃষ্টি হয়েছে। কভারে ঢাকা ছিল পুরো মাঠ। পঞ্চম দিন মাঠ ভেজা থাকায় এক ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হয়। তবে দিনের খেলা শুরু হতে না হতেই ভারতকে প্রথম উইকেট এনে দেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পঞ্চম দিনের দ্বিতীয় ডেলিভারিতে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথামের উইকেট তুলে নেন বুমরা। দিনের খেলার প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা বেশ আটোসাটো বোলিং করেছেন বুমরা-সিরাজরা।

একটানা বোলিংয়ে পারদর্শী জসপ্রীত বুমরা। রবি-সকালে তাঁকে সঙ্গ দিচ্ছিলেন মহম্মদ সিরাজ। দুই পেসারের উপর শুরুর দায়িত্বটা দিয়েছিলেন রোহিত শর্মা। তাঁরাও নিরাশ করেননি। দিনের দ্বিতীয় ডেলিভারিতে টম ল্যাথামকে এলবিডব্লিউ করেন বুমরা। এরপর সিরাজ ও তিনি মিলে শুরুর এক ঘণ্টার মধ্যে কয়েকটি মেডেন ওভারও দেন। প্রথম এক ঘণ্টার মধ্যে কিউয়িরা ১ উইকেট হারিয়ে ২২ রান তুলেছে। উইল ইয়ং ১০ রানে অপরাজিত এবং ডেভন কনওয়ে ১২ রানে নট আউট।

বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিন ঋষভ পন্থকে উইকেটকিপিং করতে দেখা যাচ্ছে না। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে দেখা যাচ্ছে কিপিংয়ে। পন্থ চতুর্থ দিন দারুণ ব্যাটিং করেছিলেন। সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ৯৯ রানে আউট হন। তিনি এর আগে এই ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন। তাই তৃতীয় দিন উইকেটকিপিং করেননি। তাঁকে নিয়ে যেহেতু ভারতীয় টিম ঝুঁকি নিতে চায় না, তাই হয়তো পঞ্চম দিন তিনি কিপিং করছেন না।

Leave a Reply