ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও ঝুলিতে পুরেছে ভারতীয় দল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের শুরুটা ভালো হয়নি। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হার ভারতের। দুর্দান্ত কামব্যাক করলেও লাভ হয়নি। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা কঠিন। ভারতীয় দল সেটা করেওছিল। শেষরক্ষা হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বড় ধাক্কা দিয়েছে এই হার। সিরিজের বাকি দুই টেস্টের আগে স্কোয়াডে স্পিন বোলিং অলরাউন্ডার যোগ করল ভারতের দল নির্বাচন কমিটি।
সিরিজের বাকি দুই টেস্ট পুনে ও মুম্বইতে। নিউজিল্যান্ড সিরিজের জন্য কার্যত বাংলাদেশের বিরুদ্ধে খেলা স্কোয়াডই ধরে রাখা হয়েছিল। বাদ পড়েছিলেন বাঁ হাতি পেসার যশ দয়াল। নতুন কাউকে অবশ্য নেওয়া হয়নি। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচেরই স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। তবে প্রথম টেস্টের পর স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরকে যোগ করা হল। বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংযোজনের কথা জানানো হয়েছে।
এই খবরটিও পড়ুন
বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। পুনেতে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন অফস্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। মনে করা হচ্ছে, ব্যাটিং গভীরতা বাড়াতেই এমন সিদ্ধান্ত। বাংলাদেশের বিরুদ্ধে পেস সহায়ক পিচ বানিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। স্পিনাররা খুবই কম সাহায্য পেয়েছেন। পুনে ও মুম্বইতে স্পিনারদের জন্য সহযোগিতা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কিউয়ি শিবিরে একাধিক বাঁ হাতি ব্যাটার থাকায় অশ্বিনের ব্যাক-আপ হিসেবে আর এক অফস্পিনারের বিকল্পও থাকল।