শূন্য থেকে সেঞ্চুরি ঋতুরাজের, অভিমন্যুর সঙ্গে জোর লড়াই; নেতৃত্ব কে?


শূন্য থেকে সেঞ্চুরি ঋতুরাজের, অভিমন্যুর সঙ্গে জোর লড়াই; নেতৃত্ব কে?Image Credit source: PTI

কলকাতা: দেশের মাটিতে একদিকে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। একইসঙ্গে চলছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট রঞ্জি ট্রফি (Ranji Trophy)। এরপর ভারত-এ দল যাবে অজি সফরে। এবং ভারতের মূল টিমও ডনের দেশে যাবে বর্ডার গাভাসকর ট্রফিতে। ভারত-এ টিমের নেতৃত্ব দেবেন কে? দাবিদার হিসেবে কখনও এগিয়ে অভিমন্যু ঈশ্বরণ। কখনও এগিয়ে ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। আর এই নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেট মহলে। এর মাঝে রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছেন দ্বিতীয় ইনিংসে। করেছেন সেঞ্চুরি।

অজিঙ্ক রাহানের মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনে নামেন ঋতুরাজ গায়কোয়াড়। ৮৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। তাঁর এই সেঞ্চুরির পথে এসেছিল ১৪টি চার ও ২টি ছয়। প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে সফল হননি। দ্বিতীয় ইনিংসে তিনে নেমে শেষ অবধি ১৭১ বলে ১৪৫ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার ও ২টি ছয়।

অভিমন্যু ঈশ্বরণ চলতি রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। সেটি ছিল তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটের ৯৯তম ম্যাচ। কল্যানীতে বাংলার পরবর্তী ম্যাচ ছিল। তৃতীয় দিন অবধি তা হয়নি। যার ফলে শততম প্রথম শ্রেণির ম্যাচে অভিমন্যুর এখনও নামা হয়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিক রান পাচ্ছেন। যে কারণে ক্রিকেট মহলে বলা হচ্ছে তাঁকে ইন্ডিয়া এ টিমের ক্যাপ্টেন করে অজি সফরে পাঠানো হতে পারে। ঋতু রানে ফেরায় তাঁর সঙ্গে অভিমন্যুর লড়াই আরও জোরাল হল। এ বার দেখার সত্যি সত্যিই আর কয়েকদিন পর ভারত-এ দলকে নেতৃত্ব দেন কে।

এই খবরটিও পড়ুন

Leave a Reply