সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপীয় ফুটবলের লিগ টেবিলে চলছে সাপ-লুডোর খেলা। আন্তর্জাতিক বিরতির পর ক্লাব ফুটবল ফিরতেই জমে উঠেছে শক্তিশালী দলগুলোর টানটান লড়াই। ইপিএলে চেলসিকে হারিয়ে শীর্ষে রইল লিভারপুল। শেষ মুহূর্তের গোলে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটিও। অন্যদিকে লা লিগায় সেভিয়াকে উড়িয়ে ফের বিপজ্জনক দেখাচ্ছে বার্সেলোনাকে।
ইপিএলে অ্যানফিল্ডে লিভারপুল-চেলসির লড়াই চলছিল সমান তালেই। যদিও ২৯ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ৪৮ মিনিটে চেলসির হয়ে সমতা ফেরান নিকোলাস জ্যাকসন। কিন্তু সেই আনন্দ রইল মাত্র ৩ মিনিট। পালটা আক্রমণে ফের এগিয়ে যায় ‘দ্য রেডস’। গোল করেন তরুণ তারকা কার্টিস জোনস। গোলের নেপথ্যে সেই সালাহ। ২-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে রইল লিভারপুল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। জুর্গেন ক্লপের জায়গায় নতুন কোচ হিসেবে আর্নে স্লট এলেও লিভারপুলের দাপট কমছে না।
ইপিএলের অন্য ম্যাচে জয় পেল ম্যাঞ্চেস্টার সিটিও। তবে সেটা এল শেষ মুহূর্তের গোলে। উলভসের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়েছিল পেপ গুয়ার্দিওয়ালার দল। ৩৩ মিনিটে দূরপাল্লার অসাধারণ গোলে সমতা ফেরান ডিফেন্ডার গোয়ার্দিওল। সিটির একাধিক প্রচেষ্টা রুখে দেন উলভসের পর্তুগিজ গোলকিপার জোসে সা। কিন্তু শেষরক্ষা হল না। ম্যাচের একেবারে শেষ লগ্নে হেডে গোল করে যান সিটির আরেক ডিফেন্ডার জন স্টোনস। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।
অন্যদিকে লা লিগায় দাপট জারি রাখল হান্সি ফ্লিকের বার্সেলোনা। এদিন ঘরের মাঠে ইয়ামালরা সেভিয়াকে হারাল ৫-১ গোলে। তার মধ্যে জোড়া গোল লেওয়ানডস্কি ও পাবলো তোরের। একটি গোল পেদ্রির। সেভিয়ার হয়ে একটি গোল করেন ইদুম্বো। এদিন গোল না পেলেও পেদ্রিকে অ্যাসিস্ট করেন বার্সার ‘বিস্ময় প্রতিভা’ লামিনে ইয়ামাল। সেই সঙ্গে চোট সারিয়ে বহুদিন পর প্রত্যাবর্তন ঘটল আরেক তরুণ তুর্কি গাভির। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষেই রইল মেসির পুরনো দল। দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।