টেস্টে ‘বেস্ট’ রোহিতের পুল শট, BGT-র আগে হিটম্যানের প্রশংসায় অজি কিংবদন্তি


Rohit Sharma: টেস্টে ‘বেস্ট’ রোহিতের পুল শট, BGT-র আগে হিটম্যানের প্রশংসায় অজি কিংবদন্তিImage Credit source: PTI

কলকাতা: টেস্ট ক্রিকেট ইজ আল্টিমেট। দেশ বিদেশের একাধিক ক্রিকেটারের কাছে এটাই দস্তুর। এ বছরের শেষে রয়েছে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রশংসায় ভরালেন এক অজি কিংবদন্তি। প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার রোহিতের পুল শটে মুগ্ধ। তাঁর মতে টেস্ট ক্রিকেটে (Test Cricket) রোহিতের পুল শট সেরা।

ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা দেখতে পেয়ে মুগ্ধ হন অজি প্রাক্তনী ব্রেট লি। সম্প্রতি ফক্স ক্রিকেটের এক পডকাস্টে লি বলেন, ‘বছরের পর বছর ধরে রোহিত শর্মাকে খেলতে দেখে আমি মুগ্ধ। টেস্ট ক্রিকেটে ওর পুল শট অন্যতম সেরা।’ বছর শেষে ৫ টেস্টের সিরিজ খেলতে ডনের দেশে যাবে রোহিত অ্যান্ড কোং। সেই বর্ডার-গাভাসকর ট্রফির আগে এ ভাবে ব্রেট লি-এর মুখে হিটম্যানের প্রশংসা শুনে ভারত অধিনায়কের অনুরাগীরা বেশ খুশি হয়েছেন।

এই খবরটিও পড়ুন

সেই পডকাস্টেই অজি বিশ্বজয়ী তারকা ব্রেট লি ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রশংসা করেছেন। বাঁ-হাতি ব্যাটার যশস্বীকে নিয়ে লি বলেন, ‘যশস্বী ভীষণ ছটফটে। ও রান মেশিন। একজন আক্রমণাত্মক তরুণ বাঁ-হাতি ক্রিকেটার। ক্রসব্যাট শট খেলতে ওস্তাদ। যে ব্যাটার ক্রসব্যাট শট খেলে, আমি তাঁদের খেলা দেখতে ভালোবাসি।’

ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং স্টাইল, নেতৃত্বের ধরন নিয়ে বরাবর আলোচনা হয়। দেশের একাধিক ক্রিকেটার অতীতে জানিয়েছেন, রোহিতের পুল শট তাঁদের অত্যন্ত প্রিয়। রোহিত নিজেও পুল শট মারতে পছন্দ করেন। তাঁকে এই শট মারার সময় অত্যন্ত সাবলীল দেখায়।



Leave a Reply