Virat Kohli: বেঙ্গালুরু টেস্ট শেষ হতেই টিম ছাড়লেন বিরাট কোহলি, হঠাৎ গেলেন কোথায়?Image Credit source: PTI
কলকাতা: কিউয়িদের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে নিউজিল্যান্ড জিতেছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। আর ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্ট শেষ হতেই টিম ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। কোথায় গেলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে এক জায়গায় পৌঁছে গিয়েছেন বিরাট।
আসলে মুম্বইয়ে কৃষ্ণ দাসজির কীর্তন শুনতে পৌঁছে গিয়েছিলেন বিরুষ্কা। সোশ্যাল মিডিয়ায় সেখানে তাঁদের একসঙ্গে বসে কীর্তন শোনা, সেখানে সামিল হওয়ার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে। ওই কীর্তন শুনতে অনেকেই গিয়েছিলেন। সেখানে প্রথম সারিতেই বসেছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। বিরুষ্কা প্রায়শই কৃষ্ণ দাসজির কীর্তন শুনতে যান। লন্ডনে অনেক সময় তাঁদের একসঙ্গে কীর্তন শুনতে যেতে দেখা গিয়েছে।
এই খবরটিও পড়ুন
Virat Kohli and Anushka Sharma enjoying the Krishna Das Kirtan event in Mumbai. 🥹❤️pic.twitter.com/8NtWLlNuos
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 21, 2024
বেঙ্গালুরু টেস্টে বিরাট কোহলি প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৭০ রান করেন। টেস্টে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন বিরাট। এ বার দেখার দ্বিতীয় টেস্টে বিরাটের ব্যাট কতটা জ্বলে ওঠে। ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট প্রসঙ্গে বলতে গেলে ভারতের ব্যাটিং ভরাডুবি ম্যাচে অনেক ফারাক গড়ে দিয়েছিল। ভারতীয় টিম দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু ১০৭ রানের পুঁজি নিয়ে কিউয়িদের ভারতীয় বোলাররা আটকে দিতে পারেননি। ফলস্বরূপ ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছেন রাচিন রবীন্দ্র-ডেভন কনওয়েরা।