দ্বিতীয় টেস্টে একাদশ কী হবে? ভারতের কোচ গৌতম গম্ভীর সাফ জানালেন…


IND vs NZ: দ্বিতীয় টেস্টে একাদশ কী হবে? ভারতের কোচ গৌতম গম্ভীর সাফ জানালেন…
Image Credit source: PTI

কলকাতা: বাইশ গজে যে কোনও ম্যাচে কোনও টিমই উইনিং কম্বিনেশন খুব একটা ভাঙতে চায় না। আর টিম যদি ব্যর্থ হয়, তা হলে একাদশে বদলের পথে হাঁটে অনেক টিম। আবার কোনও কোনও দল ভালো লড়েও হারের মুখ দেখলে পরের ম্যাচের জন্য একাদশে বদল করে না। বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়া (Team India) নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরেছে। তারপর ক্রিকেট মহলে সকলে বলাবলি করছেন, পুনেতে ভারতের একাদশে বদল হতে চলেছে। এই প্রশ্ন প্রেস কনফারেন্সে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) করা হলে, তিনি সাফ জানিয়েছেন কেমন হতে পারে ভারতের একাদশ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে ভারতের একাদশ? এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, ‘যে কোনও টেস্ট ম্যাচের জন্য ভারতের একাদশ বাছাই করা কঠিনই হয়। ভারতে যে প্রতিভা রয়েছে, তাতে ঘরোয়া ক্রিকেট হোক এবং আন্তর্জাতিক ক্রিকেট সব সময় এই চ্যালেঞ্জটা রয়েছে। প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেট ভালো স্তরে রয়েছে। পুনে বলে এখানে একাদশ বাছাইয়ে আলাদা চাপ হবে, তেমনটা নয়। প্রতি জায়গায় একাদশ বাছাই করা কঠিন।’

একইসঙ্গে গৌতম জানান, পুনে টেস্টের একাদশ এখনও বাছা হয়নি। আগামিকাল সকালে পিচ দেখে ভারতীয় টিমের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। গম্ভীর এও বলেন, ‘এই টেস্ট ম্যাচ জেতার জন্য যে কম্বিনেশন প্রয়োজন, সেটাই ব্যবহার করার চেষ্টা করা হবে।’

এই খবরটিও পড়ুন

পুন টেস্টের পিচ কেমন? এই প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর বলেন, ‘আমি যদি সত্যি কথা বলি, তা হলে বলতে হয় উইকেট কেমন আচরণ করবে, তা কখনও কেউ বলে দিতে পারে না। এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। আমরা পিচ দেখেছি। ব্যাটাররা রান পাবে, বোলারদের জন্যও পিচ ভালো হবে মনে হয়েছে।’

পিছিয়ে পড়লেও লড়াই থামিয়ে দেওয়ার অভ্যেস নেই ভারতীয় টিমের। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে অল আউট হওয়ার পরও ঘুরে দাঁড়ায় দ্বিতীয় টেস্টে। এই মানসিকতাটাই ভারতকে এগিয়ে রেখেছে গম্ভীরের কাছে। পুনে টেস্টের আগে এ কথাই বলেছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘কানপুর টেস্ট যেমন উপভোগ করেছি আমরা, তেমনই বেঙ্গালুরুতে যেটা হয়েছে, সেটা মেনে নিতেও হবে আমাদের। বেঙ্গালুরুতে ভালো জিনিস এটাই হয়েছিল যে, ৪৬ রানে অল আউট হওয়ার পরও আমরা জেতার জন্য টেস্টটা খেলেছি। এটা গুরুত্বপূর্ণ। এই ধরনের ক্রিকেট আমরা পরেও খেলতে চাই। আমি আগেও বলেছি, আমাদের প্রথম লক্ষ্য থাকে ম্যাচ জেতা। আর দ্বিতীয় লক্ষ্য থাকে ড্র করা।’

Leave a Reply