তিন ছবিতে বিরাট আভাস, IPL রিটেনশন নিয়ে বড় ইঙ্গিত শুভমন গিলের GT-র


IPL Retention: তিন ছবিতে বিরাট আভাস, IPL রিটেনশন নিয়ে বড় ইঙ্গিত শুভমন গিলের GT-র

কলকাতা: হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। ৩১ অক্টোবর ১০ ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেনশন প্লেয়ারদের তালিকা বোর্ডকে জমা দিতে হবে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট মহলে একাধিক ক্রিকেটারকে নিয়ে চর্চা চলছে। কোন টিমে কাদের রিটেন করা হবে, কাদের রিলিজ করা হবে সেই নিয়ে বারবার আলোচনা হচ্ছে। এমন অবস্থায় শুভমন গিলের (Shubman Gill) আইপিএল (IPL) টিম গুজরাট টাইটান্স (Gujarat Titans) সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেছে। তাতে অনেকেই মনে করছেন গুজরাট ইঙ্গিত দিয়েছে কোন ক্রিকেটারকে তারা রিটেন করছে। সেই ছবিতে রয়েছেন কারা?

বিগত কয়েকদিন ধরে বার বার আলোচনা হচ্ছে মহম্মদ সামিকে কি রিটেন করবে গুজরাট টাইটান্স? এ বার ফের সেই প্রশ্ন আবার জোরাল হল। কারণ, গুজরাট টাইটান্স তাদের সোশ্যাল মিডিয়া সাইট এক্সে যে তিনটি ছবি শেয়ার করেছে তাতে রয়েছেন শুভমন গিল ও রশিদ খান। যা দেখে অনেক গুজরাট টাইটান্সের অনুরাগীরা মনে করছেন যে, ক্যাপ্টেন গিল ও আফগান স্পিনার রশিদকেই এ বারের নিলামের আগে রিটেন করবে তাঁদের প্রিয় দল।

এই খবরটিও পড়ুন

গুজরাট টাইটান্সের পক্ষ থেকে অফিসিয়ালি আইপিএল রিটেনশন নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তারই মাঝে জোর আলোচনা মহম্মদ সামিকে নিয়ে। গুজরাটের জার্সিতে আইপিএলে সামি সাফল্য পেয়েছেন। কিন্তু আইপিএলের শেষ সংস্করণে তিনি খেলতে পারেননি। চোটের কারণে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। তাঁর লক্ষ্য ভারতীয় টিমে ফেরা। তার আগে ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করার পথে সামি। এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেলে তিনি শীঘ্রই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ফিরতে চলেছেন। এ বার দেখার গুজরাট অক্টোবরের শেষে যে রিটেনশন তালিকা বের করে, তাতে সামি থাকেন কিনা।

Leave a Reply