অস্ট্রেলিয়ার নাম শুনেই মেজাজ হারালেন সুনীল গাভাসকর, বেছে দিলেন ওপেনারও!


দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারত। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট হেরে এমনিতেই ব্যাকফুটে ভারতীয় দল। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টেও পরিস্থিতি সঙ্গীন। কিউয়ি ব্যাটাররা যে ভাবে এগোচ্ছেন, তাতে চতুর্থ ইনিংসে ভারতের সামনে রানের পাহাড় থাকবে। আর এই টার্নিং ট্র্যাকে মিচেল স্যান্টনারদের বিরুদ্ধে রান তাড়া করে জেতার জন্য মিরাকল প্রয়োজন। এই ম্যাচ হারলে সিরিজও খোয়াবে ভারত। সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তাও কঠিন হবে। কিউয়ি সিরিজে আরও এক ম্যাচ বাকি থাকছে এরপরও। কিন্তু এই সিরিজের মাঝেও বারবার উঠে আসছে অস্ট্রেলিয়া সফরের কথা। যা শুনে মেজাজ হারালেন সুনীল গাভাসকর। তবে বেছে দিলেন ওপেনারও!

পুনে টেস্টের মাঝে অস্ট্রেলিয়া প্রসঙ্গ উঠতেই সুনীল গাভাসকর জিও সিনেমায় ধারাভাষ্যে বলেন, ‘অস্ট্রেলিয়া নিয়ে কেন এত কথা হচ্ছে। আপাতত যে সিরিজ চলছে সেটা নিয়েই ভাবা উচিত। অস্ট্রেলিয়া মিডিয়ায় সারাক্ষণই দেখি ওদের প্রাক্তনরা জ্ঞান দিতে থাকে। ভারতীয় দলে কার থাকা উচিত, কাকে খেলানো উচিত এসব বলে যায়। আরে আমরা কাকে নেব, সেটা আমাদের নির্বাচকদের ভাবতে দাও। আমরা তো জ্ঞান দিতে যাই না তোমাদের কাকে খেলানো উচিত। আমাদের কেউ জিজ্ঞেসও করে না। আমার মনে হয় না প্লেয়াররাও এখনই অস্ট্রেলিয়া নিয়ে ভাবছে। যখন অস্ট্রেলিয়া সিরিজ আসবে, সে সময় ঠিক রাস্তা বেরিয়ে আসবে। অস্ট্রেলিয়ায় তো আমরা জিতেছি। ওদের নিয়ে পরে ভাবা যাবে। এখন এই সিরিজ নিয়ে ভাবা প্রয়োজন, প্লেয়াররাও হয়তো তাই ভাবছে।’

পরিস্থিতি ‘ঠান্ডা’ করতে দীনেশ কার্তিক মজায় প্রশ্ন করেন, আচ্ছা আপনিই বলুন অস্ট্রেলিয়ার কাকে খেলানো উচিত। গাভাসকর জবাবে বলেন, ‘অস্ট্রেলিয়া তো ওপেনার সমস্যায় ভুগছে। আমার মতে স্টিভ স্মিথের ওপেন করা উচিত। অথবা মার্কাস হ্যারিসকে নেওয়া উচিত। ও তো ভারতের বিরুদ্ধে আগেও খেলেছে।’ কার্তিক আরও বলেন, আর নাথান লিয়ঁকে সিডনিতে খেলানো উচিত? সুনীল গাভাসকরের জবাব, ‘নাথান লিয়ঁকে আমার মতে, সব ম্যাচেই খেলানো উচিত।’ বিষয়টি মেজাজ হারানো থেকে মজার হলেও সুনীল গাভাসকরের ওপেনার পরামর্শ কিন্তু কাজে লাগতে পারে অস্ট্রেলিয়ার।

Leave a Reply