‘আমার মন খারাপ…’, কেন এমন বলছেন রোহিত শর্মা?


চলছেন, কিন্তু পা যেন চলছে না। মুখে বোঝাতে চাইছেন সব ঠিক রয়েছে, কিন্তু অভিব্যক্তিতে পারছেন না। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হারের পর এমন পরিস্থিতিতেই দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। পুনেতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট এবং সিরিজ হারের পরও একই পরিস্থিতি। পারফরম্যান্স খারাপ হয়েছে, বিশেষ করে ভালো ব্যাটিং হয়নি স্বীকার করে নিয়েছেন। এই সিরিজ হারে লজ্জার ইতিহাসও হয়েছে। দেশের মাটিতে এক যুগ পর টেস্ট সিরিজ হার ভারতের। তেমনই ঘরের মাঠে প্রথম বার টেস্ট সিরিজ হার। রাস্তা কঠিন হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হ্যাটট্রিকের ক্ষেত্রেও। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মা কী বললেন?

দোষ খুঁজতে বসলে, অনেক কিছুই খুঁজে বের করা যাবে। বেঙ্গালুরু টেস্টে টস জিতেও প্রতিপক্ষকে অ্যাডভান্টেজ দেওয়া। পুনেতে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়। ক্রিজে ধৈর্য দেখাতে না পারা। রোহিতও বলছেন, ‘আমারও খুব মন খারাপ। তবে সেটা শুধুমাত্র এই সিরিজ হারের জন্য। আগামীতে কী করতে হবে, টিম হিসেবে পরিকল্পনা কেমন হবে, সেটাই বলতে চাইছি। এটা টেস্ট ম্যাচ। হারা মানে কোনও এক বিভাগের দোষ হয়। সকলকেই দায় নিতে হবে।’

কী হলে সব ঠিক হত? সেটাও জানেন। যদিও এখন যে সেটা ভেবে কাজ নেই ভালোভাবেই বুঝতে পারছেন। পুনে টেস্ট কি ড্র করার জন্য খেলা যেত? রোহিত শর্মা অবশ্য তা মনে করেন না। বলছেন, ‘কয়েকটা পার্টনারশিপ হলে সব বদলে যেতে পারত। আমাদের প্রথম টার্গেট থাকে জেতা। হার বাঁচানোর জন্য খেলি না। সেটা আমরা বাংলাদেশ সিরিজেও দেখিয়েছি। কানপুরের ম্যাচটার কথাই ভাবুন। এত দ্রুত রান তোলা, সেটা তো জেতার লক্ষ্য থেকেই। এখানে একটা কথাই বারবার বলতে চাই, আমরা ভালো ব্যাট করতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসে।’

Leave a Reply