শনি-সকালে জাডেজার জাদু, সিরিজে সমতা ফেরাতে রোহিতদের টার্গেট ৩৫৯


IND vs NZ: শনি-সকালে জাডেজার জাদু, সিরিজে সমতা ফেরাতে রোহিতদের টার্গেট ৩৫৯
Image Credit source: BCCI

কলকাতা: পুনে টেস্টের তৃতীয় দিন কত দ্রুত শেষ হতে পারে কিউয়িদের ইনিংস? এই হিসেব করছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শনি-সকাল থেকেই ভারতীয় বোলারদের চেষ্টা ছিল দ্রুত নিউজিল্যান্ডকে অল আউট করা। প্রথম ঘণ্টার মধ্যেই কাজটা সেরে ফেলেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনরা। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছিল কিউয়িরা। তৃতীয় দিন প্রথম সেশনে কিউয়িরা ১৬.৪ ওভার খেলে ৫৭ রান করে ৫ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসে কিউয়িরা ২৫৫ রানে অল আউট হয়েছে।

তৃতীয় দিন সকাল সকাল টম বান্ডেলকে বোল্ড আউট করেন রবীন্দ্র জাডেজা। ৯ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন তিনি। এরপর মিচেল স্যান্টনারের (৪) উইকেটটিও তুলে নেন জাডেজা। তার ঠিক পরের ওভারেই টিম সাউদিকে শূন্যে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। কিউয়িদের নবম উইকেট তুলে নেন ফের জাডেজা। ১ রানে ফেরেন এজাজ প্যাটেল। আর নিউজিল্যান্ডের শেষ উইকেটটি যায় রান আউটে। ওয়াশিংটন সুন্দরের দারুণ থ্রো কাজে লাগাতে কোনও ভুল করেননি জাডেজা।

ভারতের সামনে এ বার টার্গেট ৩৫৯। এই রান তাড়া করে রোহিত ব্রিগেড জিততে না করতে পারলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে কিউয়িরা।

Leave a Reply