দীর্ঘ এক যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার। নিউজিল্যান্ড প্রথম বার ভারতের মাটিতে সিরিজ জিতেছে। এরপরই নানা প্রশ্ন উঠছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই খুঁইয়েছে ভারত। মুম্বইতে শেষ টেস্ট। তবে বেঙ্গালুরু ও পুনেতে ভারতের ব্যাটিং বিপর্যয় সকলকেই অস্বস্তিতে রেখেছে। বেঙ্গালুরুতে পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে প্রবল অস্বস্তিতে পড়েছে ভারতীয় ব্যাটাররা। বারবার উঠে আসছিল চেতেশ্বর পূজারার নাম। তিন নম্বরে পূজারা থাকলে কি পরিস্থতি অন্য হতে পারত? বর্তমান ভারতীয় দলে পূজারার জায়গা পূরণের মতো কেউ নেই, এমনটাই বলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
শুধুমাত্র ভারতীয় ক্রিকেট প্রেমীরাই নন, দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও মনে করেন, এই সিরিজে চেতেশ্বর পূজারার অভাব টের পাচ্ছে ভারত। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরই বাদ দেওয়া হয় পূজারাকে। ঘরোয়া ক্রিকেটে রান করলেও আর ফেরানো হয়নি। পূজারার পর থেকে তিন নম্বরে ব্যাটিং করছেন শুভমন গিল। ভালো-মন্দ মিলিয়ে তাঁর পারফরম্যান্স। তবে এখনও সেই ভরসার জায়গা তৈরি হয়নি। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর প্রশ্নটা আরও বেশি উঠছে। মুম্বই টেস্ট শেষে অস্ট্রেলিয়া যাবে ভারত। গত দুটি অজি সফরেই টেস্ট সিরিজ জিতেছে ভারত। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পূজারা। এ বার স্কোয়াডে নেই।
দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমরা কি পূজারাকে মিস করছি? অবশ্যই বড় প্রশ্ন। একজন প্লেয়ার হিসেবে বলা যায়, ও অনেক রান করেছে। বাকিরাও করেছে। কিন্তু পূজারাকে কি এই ম্যাচটায় বেশি মিস করেছি। হয়তো না। কারণ, একটা সময় পূজারা-রাহানে থেকে এগতেই হত। ওদের পজিশনে শুভমন ও ঋষভ পন্থ ব্যাট করছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। তবে এর মাঝেও একটা বিষয় মিস করেছি, এই টিমে কেউ পূজারার জায়গা নিতে পারবে না। ও যা করেছে, কেউ পারবে না। প্রত্যেকের খেলার ধরন আলাদা। আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে। কারণ, ভারতীয় টিম এখন জয়ের জন্য় খেলে। সেখানে পূজারার স্টাইল মানাতো না।’
এই খবরটিও পড়ুন
টেস্ট ক্রিকেটে প্রয়োজনে যে মাথা নীচু করে ডিফেন্সটাও করা প্রয়োজন, সেটাও মনে করিয়ে দিয়েছেন আকাশ চোপড়া। আর পূজারার কথা উঠলে, কেউই গত দুই অস্ট্রেলিয়া সফর বিশেষ করে ভুলতে পারবে না। দুটি সিরিজ জয়ে তাঁর ডিফেন্সটাও বড় অবদান রেখেছিল।