রাধা-জেমাইমার দুর্দান্ত ক্যাচ, সিরিজ জিততে ভারতের বিরাট টার্গেট


মেয়েদের ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-০ এগিয়ে রয়েছে ভারত। টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে দাপটের সঙ্গে হারিয়েছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারতীয় দল। যদিও ব্যাটিংয়ে অস্বস্তি ছিল। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি ভারত। তবে অনবদ্য বোলিং ফিল্ডিংয়ে বড় ব্যবধানে জিতেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে বোলাররা কঠিন পরীক্ষার সামনে পড়লেন। দুর্দান্ত দুটি ক্যাচ দেখা গেল। আবার নিউজিল্যান্ডের বিধ্বংসী ইনিংস। এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে ভারতের চাই ২৬০ রান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সব ম্যাচই আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ওডিআইতে এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই ম্যাচে ফিরেছেন। প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল সাইমা ঠাকোর ও তেজল হাসনবিসের। দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হল প্রিয়া মিশ্রর।

এই খবরটিও পড়ুন

শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং নিউজিল্যান্ডের। অভিজ্ঞ সুজি বেটসের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন জর্জিয়া প্লিমার। অবশেষে এই জুটি ভাঙেন দীপ্তি শর্মা। স্পিনের জালে সুজি বেটসও (৫৮)। রাধা যাদবের বোলিংয়ে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন। লরেন ডাউনকে রান আউট করেন প্রিয়া। কিন্তু ক্যাপ্টেন সোফি ডিভাইন দুর্দান্ত ব্যাটিং করেন। ম্যাডি গ্রিনকে নিয়ে আরও একটা বড় জুটি গড়েন সোফি। অবশেষে ৪৯তম ওভারে সোফির উইকেট মেলে।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রান তুলেছে নিউজিল্যান্ড। বাঁ হাতি স্পিনার রাধা যাদব ৪ উইকেট নিলেও প্রচুর রান দিয়েছেন। দীপ্তি শর্মা ১০ ওভারে ৩টি মেডেন সহ ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। তবে ম্যাচে জেমাইমা এবং রাধা যাদবের ক্যাচ দুটি দুর্দান্ত।



Leave a Reply