সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭টা মরশুম কেটে গিয়েছে। এখনও আইপিএল ট্রফি ঢোকেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে। চলতি বছর বহু আশা জাগিয়েও স্বপ্নপূরণ হয়নি। ১৮তম মরশুমে কি ভাগ্যবদল ঘটবে? আশায় ভক্তরা। সামনেই মহা নিলাম। তার আগে রিটেনশনে কাদের ধরে রাখতে পারে আরসিবি?
একটা নাম যেমন চোখ বন্ধ করে বলতে পারবে যে কোনও ক্রিকেটপ্রেমী। তিনি বিরাট কোহলি। আইপিএল রিটেনশনে আরসিবি-র তালিকায় প্রথম নামটি থাকবে ‘কিং’ কোহলিরই। ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও বেঙ্গালুরুর জনপ্রিয়তার মূল কারণ যে তিনিই, সেটা নতুন করে বলার নয়। তার সঙ্গে থাকতে পারে মহম্মদ সিরাজ ও রজত পাতিদারের নামও।
কিন্তু সমস্যা অন্য জায়গায়। কোহলি নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব নিয়েছিলেন ফাফ দু প্লেসিস। যার বয়স ৪০ বছর। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নতুন মুখ খুঁজবে আরসিবি। দীনেশ কার্তিক অবসর নেওয়ায় উইকেটকিপার নিয়েও সংকট। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন ঋষভ পন্থ। কেএল রাহুলের সঙ্গে লখনউয়ের বিচ্ছেদ একপ্রকার নিশ্চিত। ফলে মেগা নিলামে তাঁদের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাতে পারে আরসিবি।
অলরাউন্ডার হিসেবে গত মরশুমে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন ক্যামেরন গ্রিন। ২০০ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১০টি উইকেটও। কিন্তু চোটের জন্য অস্ত্রোপচার হবে তাঁর। যে কারণে বর্ডার গাভাসকর ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন অজি তারকা। তাঁকে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া মুশকিল। আরেক অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও সম্ভবত থাকবেন না রিটেনশন তালিকায়। তাছাড়া আরসিবি-র ক্ষেত্রে একটা অভিযোগ প্রায়ই ওঠে, তাঁদের ব্যাটিং বিভাগ শক্তিশালী হলেও বোলিং ততটাও কার্যকরী নয়। তবে মহম্মদ সিরাজ ও রজত পাতিদারকে তারা রিটেন করতে পারে বলেই খবর। আনক্যাপড প্লেয়ার হিসেবে থাকতে পারেন যশ দয়াল।