সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী আইপিএলে নয়া চমক। ফের অধিনায়ক হিসাবে ফিরতে পারেন বিরাট কোহলি! এমনই জল্পনা ক্রিকেট মহলে। শোনা যাচ্ছে, নিলাম থেকে ‘যোগ্য’ কাউকে না পেলে ফের বিরাটের ঘাড়েই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। তবে কোহলি নিজে তাতে রাজি হবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ট্রফির খরা কাটাতে মেগা নিলামে দল ঢেলে সাজাতে চাইছে আরসিবি। গত তিন মরশুমের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসের বয়স হচ্ছে। তাঁকে সম্ভবত আর রিটেন করা হবে না। নিলামের আগে আরসিবি কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল শুভমান গিলের সঙ্গে। তাঁকে নিলামে কিনে নিয়ে অধিনায়কত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষমেশ গিল গুজরাট টাইটান্স ছাড়তে চাইছেন না বলেই খবর। সেক্ষেত্রে আরসিবি তাঁকে পাচ্ছে না।
অধিনায়ক হিসাবে গিলই ছিল আরসিবির প্রথম পছন্দ। আরও কয়েকজনের নাম রয়েছে তাদের পছন্দের তালিকায়। যদিও তাঁদের মধ্যে কতজন নিলামে উঠবেন, উঠলেও তাঁদের পাওয়া যাবে কিনা, সেসব নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে ম্যানেজমেন্টের মনে। শেষমেশ পছন্দসই কাউকে না পাওয়া গেলে বিরাটকেই ফের অধিনায়ক হওয়ার জন্য অনুরোধ করা হতে পারে বলে আরসিবি সূত্রের খবর।
২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করছেন বিরাট। কিন্তু টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন তিনি। ঘটনাচক্রে তার পরের তিন বছরেও আরসিবির পারফরম্যান্সে বিশেষ উন্নতি হয়নি। ম্যানেজমেন্ট মনে করছে, ২০২১ সালের আগে বিরাটের উপর অনেক রকমের চাপ ছিল। তখন ভারতের জাতীয় ফলের অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত খেলতেন তিন ফরম্যাটে। কিন্তু এখন তিনি অনেকটাই চাপমুক্ত। কোনও ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন বিরাট। টি-টোয়েন্টিতে আর খেলেন না। ফলে অনেকটাই চাপমুক্ত তিনি। তাই নতুন করে আরসিবির অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন। তবে সবটাই নির্ভর করছে নিলামে আরসিবি তেমন কাউকে তুলে নিতে পারছে কিনা, সেটার উপর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));