১ বলে ১০ রান! চট্টগ্রাম টেস্টে অবাক প্রাপ্তি বাংলাদেশের


১ বলে ১০ রান! চট্টগ্রাম টেস্টে অবাক প্রাপ্তি বাংলাদেশের

কলকাতা: ক্রিকেট এমন এক খেলা, যেখানে যখন তখন নানান অবাক করা ঘটনা ঘটে। কোনও ম্যাচে থাকে টানটান উত্তেজনা, আবার কোনও ম্যাচ হয় বড়ই ম্যাড়ম্যাড়ে। এ বার চট্টগ্রামে এক ক্রিকেট ম্যাচে ঘটল এক অবাক করা ঘটনা। নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার (South Africa) দ্বিতীয় টেস্টে দেখা যায় ১টি ডেলিভারিতে ১০ রান জ্বলজ্বল করছিল বাংলাদেশের (Bangladesh) স্কোরবোর্ডে। হঠাৎ এমনটা সম্ভব হল কী ভাবে?

ঠিক কী হয়েছিল, যে কারণে ১টি মাত্র ডেলিভারিতেই ১০ রান পেয়েছিল শান্তর দল? বাংলাদেশের প্রথম ইনিংস শুরু হওয়ার পর এই অদ্ভুত ঘটনাটি ঘটে। সেই সময় প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা বোলিং আক্রমণে আসেন। আউটসাইড অফে তাঁর ডেলিভারি ছেড়ে দেন শাদমান ইসলাম। এরপর দ্বিতীয় ডেলিভারিতে লেগসাইডে ওয়াইড দেন রাবাডা। সেটি নো বল ছিল। উইকেটকিপার কাইল ভারানে ডাইভ দিয়ে তা আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বল পৌঁছে যায় বাউন্ডারি লাইনে। বাই সহ ৫ রান স্কোরবোর্ডে জুড়ে যায়। সেই ডেলিভারির পরই দেখা যায় বাংলাদেশের স্কোরবোর্ডে ১০ রান যোগ হয়েছে। এর নেপথ্যে রয়েছে এক আলাদা কারন।

এই খবরটিও পড়ুন

আসলে দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন সেনুরান মুথুস্যামি বারবার পিচের মধ্যে ছুটছিলেন। যার ফলে আইসিসির পিচ প্রোটেকশন নিয়ম ভঙ্গ করার জন্য ৫ রান পেনাল্টি হয় প্রোটিয়াদের। যার ফলে বাংলাদেশ তাদের ইনিংস শুরু করে ৫-০ রানে। তাই রাবাডার ওই নো বলের পর ১টি ডেলিভারিতে বাংলাদেশের রান হয়ে যায় ১০। শুরুটা ভালো হয়নি শান্তদের। ৯ ওভারের মধ্যে ৪টে উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তুলেছে ৩৮ রান। এর আগে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার টনি, ত্রিস্টান ও মুল্ডারের সেঞ্চুরি।

দেখুন ভাইরাল ভিডিয়ো —



Leave a Reply