২০২১ সালের পর ফের রিটেনশন আইপিএলে। কোন তারকা ক্রিকেটারদের ধরে রাখবে দলগুলো? কাদেরই বা ছেড়ে দেওয়া হবে? সমস্ত প্রশ্নের জবাব মিলবে ১০ দলের রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার পরে। বৃহস্পতিবার দীপাবলির সন্ধেয় জানা যাবে, আগামী আইপিএলে কোন দলে খেলবেন কোন তারকা। রইল রিটেনশনের লাইভ আপডেট।
বিকেল ৫:৩০ প্রকাশ্যে এল মুম্বইয়ের রিটেনশন তালিকা।
বিকেল ৫:১৫ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আন্দ্রে রাসেলকে রিটেন করার সিদ্ধান্ত নিল কেকেআর ম্যানেজমেন্ট। সূত্রের খবর, কেকেআর মালিক শাহরুখ খান নিজে ফোন করে রাসেলকে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিকেল ৫:১০ একনজরে দেখে নেওয়া যাক রিটেনশনের খরচ। প্রথম ক্যাপড প্লেয়ারকে ধরে রাখতে খরচ পড়বে ১৮ কোটি টাকা। দ্বিতীয় ক্যাপড প্লেয়ার ধরে রাখার খরচ ১৪ কোটি টাকা। তৃতীয় ক্যাপড প্লেয়ার ধরে রাখার খরচ ১১ কোটি টাকা। চতুর্থ ও পঞ্চম ক্যাপড প্লেয়ার ধরে রাখার খরচ যথাক্রমে ১৮ ও ১৪ কোটি টাকা।
বিকেল ৫টা: বাড়িয়ে দেওয়া হল রিটেনশন তালিকা জমা দেওয়ার সময়সীমা। বিকেল ৫টার পরিবর্তে সাড়ে ৫টা পর্যন্ত সময় দেওয়া হল ফ্র্যাঞ্চাইজিদের।