IND vs NZ: মুম্বই টেস্টের প্রথম সেশন ‘সুন্দর’ ভারতের, ৩ উইকেট হারিয়ে লাঞ্চে কিউয়িরাImage Credit source: BCCI
কলকাতা: মুম্বইতে কিউয়িদের বিরুদ্ধে মর্যাদা রক্ষার ম্যাচে নেমেছে রোহিত ব্রিগেড। টস জিতে তৃতীয় টেস্টে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের (New Zealand) ক্যাপ্টেন। তৃতীয় টেস্টের প্রথম সেশন বলা চলে ভারতের (India) জন্য যতটা ‘সুন্দর’, কিউয়িদের জন্য তার থেকে খানিক কম। ৩ উইকেট হারিয়ে ৯২ রান স্কোরবোর্ডে তুলে লাঞ্চ বিরতিতে গেলেন উইল ইয়ংরা।
কিউয়ি ওপেনিং জুটিকে শুক্র-সকালে জমে উঠতে দেননি ভারতের বোলাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওভারের প্রথম বলে ওপেনার ডেভন কনওয়েকে ফেরান আকাশ দীপ। ৪ রান করে মাঠ ছাড়েন কনওয়ে। এরপর ১৬তম ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরের অফ স্পিনের শিকার হন টম ল্যাথাম। সঠিক জায়গায় বল পড়ে। টার্নও ভালোই করে। ৪৪ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন কিউয়ি ক্যাপ্টেন।
টম ল্যাথামকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন সুন্দর। এরপর ২০তম ওভারের শেষ বলে রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন সুন্দর। কিউয়ি তরুণ তুর্কি ১২ বলে ৫ রান করেন। ঠিক যেন ল্যাথামের উইকেটের অ্যাকশন রিপ্লে দেখা গেল। রাচিন ডিফেন্স করতে গিয়েছিলেন। স্টাম্পে গিয়ে লাগে বল। বোল্ড হন রাচিন। পুনেতেও তাঁকে একইরকম ভাবে আউট করেছিলেন সুন্দর।
এই খবরটিও পড়ুন
মুম্বই টেস্টে লাঞ্চের আগে আরও একটি উইকেটের সুযোগ ছিল ভারতের। রবীন্দ্র জাডেজা চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি। শেষ অবধি ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন উইল ইয়ং। আর ড্যারেল মিচেল রয়েছেন ১১ রানে নট আউট। এ বার দেখার বাকি ৭ উইকেট ভারত কত তাড়াতাড়ি তুলতে পারে।