রবীন্দ্র জাডেজার ফাঁদে তিন, হাফসেঞ্চুরি হাঁকিয়ে চা বিরতিতে মিচেল


রবীন্দ্র জাডেজার ফাঁদে তিন, হাফসেঞ্চুরি হাঁকিয়ে চা বিরতিতে মিচেল

কলকাতা: মুম্বই টেস্ট কোনও মতেই হাতছাড়া করতে চায় না রোহিত ব্রিগেড। সেই চেষ্টাটাই চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টেস্টের প্রথম সেশনে কিউয়িরা ৩ উইকেটে ৯২ রান তোলে। শুরুতেই আকাশ দীপ এবং তারপর জোড়া উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এরপর তৃতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে বল হাতে জ্বলে ওঠেন রবীন্দ্র জাডেজা। দেখতে দেখতে চা বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ফেলেন টম ল্যাথামরা। তার মধ্যে দ্বিতীয় সেশনেই ৩টে উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার। দেখতে দেখতে হাফসেঞ্চুরি পূর্ণ করে চা বিরতিতে যান ড্যারেল মিচেল।

এক ওভারে জোড়া উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ৪৫তম ওভারের দ্বিতীয় বলে প্রথমে তিনি উইল ইয়ংকে ফেরান। ড্যারেল মিচেলের সঙ্গে ৮৭ রানের একটা জমাট পার্টনারশিপ গড়েছিলেন ইয়ং। তাঁদের জুটিকে আরও বিধ্বংসী হওয়া থেকে আটকে দেন জাডেজা। প্রথম স্লিপে থাকা ভারত অধিনায়ক সহজ ক্যাচ তালুবন্দি করেন। এরপর ওই ওভারের পঞ্চম বলে টম ব্লান্ডেলের উইকেট তুলে নেন জাডেজা। শূন্যে ফেরেন তিনি। মাত্র ১ রান দিয়ে ওই ওভারে ২টো উইকেট পান ভারতীয় অলরাউন্ডার।

এই খবরটিও পড়ুন

দ্বিতীয় সেশনে জোড়া উইকেট নেওয়ার পর থেমে থাকেননি জাড্ডু। চা বিরতিতে যাওয়ার আগে গ্লেন ফিলিপসের উইকেটটিও ঝুলিতে ভরেন জাডেজা। ২৮ বলে ১৭ করেন তিনি। প্রথম সেশন সুন্দর করেছিলেন ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ। আর দ্বিতীয় সেশনটা ভারতের জন্য ভালো করেন জাডেজা।

৯০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ড্যারেল মিচেল। ৫৩ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান তিনি। তাঁর সঙ্গে ১ রানে অপরাজিত থাকেন ক্রিজে আসা নতুন ক্রিকেটার ঈশ সোধি।



Leave a Reply