IPL 2025: রিটেন তালিকা প্রকাশ হতেই চক্ষু ছানাবড়া, বিরাটকেও ছাপিয়ে কে পেলেন সবচেয়ে বেশি দাম?Image Credit source: PTI FILE
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ দল কোন কোন ক্রিকেটারকে ধরে রাখল, তা প্রকাশ হয়েছে দীপাবলির দিন। যার ফলে আইপিএলের মেগা নিলামের (IPL 2025 Mega Auction) আগে একটা ছবি পরিষ্কার। তা হল, টিম কাদের উপর ভরসা রাখল। একাধিক ক্রিকেটারের সঙ্গে বাধ্য হয়ে সম্পর্ক ছিন্ন করতে হল ১০ টিমকে। এ বারের আইপিএল রিটেনশন পর্ব মেটার পর তালিকায় দেখা গিয়েছে এক বিরাট চমক। কোনও ভারতীয় ক্রিকেটার নন, রিটেন করার পর সবচেয়ে বেশি টাকা পেয়েছেন এক বিদেশি ক্রিকেটার। তিনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকেও (Virat Kohli)।
পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে রিটেন প্লেয়ারদের তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে, সবচেয়ে দামি রিটেন প্লেয়ার হলেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। তাঁকে ২৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে অরেঞ্জ আর্মি। আইপিএলের গত মরসুমে তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন। ম্যাচ জেতানো একাধিক ইনিংস দেখা গিয়েছিল তাঁর ব্যাটে।
এই খবরটিও পড়ুন
১৮ কোটি টাকা দিয়ে একাধিক ক্রিকেটারকে ধরে রেখেছে নানা ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ২০ কোটির বেশি টাকা দিয়ে খুব বেশি ক্রিকেটার ধরে রাখেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেন ছাড়া ২০-কোটির বেশি টাকায় কোন ক্রিকেটারকে কোন দল রিটেন করল? এক, বিরাট কোহলি। আরসিবি তাঁকে ২১ কোটি টাকায় ধরে রেখেছে। দুই, নিকোলাস পুরান। লখনউ সুপার জায়ান্টস তাঁকে ২১ কোটি টাকায় রিটেন করেছে। জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো ভারতের একাধিক তারকা ক্রিকেটার রিটেন হওয়ার ফলে ১৮ কোটি টাকা পেয়েছেন তাঁদের ফ্র্যাঞ্চাইজি থেকে।