ওয়াংখেড়েতে ভারতের ‘ক্রাইসিস ম্যান’ ঋষভ পন্থ, ২ ছক্কায় হাফসেঞ্চুরি


ওয়াংখেড়েতে ভারতের ‘ক্রাইসিস ম্যান’ ঋষভ পন্থ, ২ ছক্কায় হাফসেঞ্চুরিImage Credit source: BCCI

কলকাতা: মুম্বই টেস্ট কোনও মতেই কিউয়িদের নামে করতে চায় না রোহিত অ্যান্ড কোং। ওয়াংখেড়েতে প্রথম দিন শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। এরপর ব্যাটিংয়ে নেমে পড়ে ভারত। টিম ইন্ডিয়া প্রথম দিন শেষ করে ৪ উইকেটে ৮৬ রানে। ঋষভ পন্থ (Rishabh Pant) ১ ও শুভমন গিল (Shubman Gill) ৩১ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন এই জুটি শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল। দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টাতেই যে কারণ দুই তরুণ তুর্কিকে উজ্জ্বল দেখাচ্ছিল। দেখতে দেখতে ওয়াংখেড়েতে ভারতের ‘ক্রাইসিস ম্যান’ হয়ে ওঠেন ঋষভ পন্থ। ৭ বাউন্ডারি, ২ ছক্কায় পূরণ করেন হাফসেঞ্চুরি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৬ বলে অর্ধশতরান ঋষভ পন্থের। ভারতের উইকেটকিপার-ব্যাটার হাফসেঞ্চুরি পূর্ণ করতেই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম এবং ডাগআউটের দিকে টেলিভিশন ক্যামেরা ঘোরে। দেখা যায় সতীর্থ থেকে শুরু করে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর হাততালিতে বাহবা জানান পন্থকে।

এই খবরটিও পড়ুন

কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল ঋষভ পন্থের। এরপর এই টেস্ট সিরিজের পরের ম্যাচে দুই ইনিংসে একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। এ বার ওয়াংখেড়েতে ফের মেজাজে পন্থ। শনি-সকালে তাঁর ব্যাটে একের পর এক চমৎকার বাউন্ডারি দেখা যাচ্ছে। একইসঙ্গে দুটি ছক্কাও দেখা গিয়েছে। ঋষভের টেস্ট কেরিয়ারের ১৩তম অর্ধশতরান এটি।



Leave a Reply