ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘ সময় ধরেই বন্ধ। দু-দেশের ম্যাচ দেখার জন্য ভরসা এশিয়া কাপ এবং আইসিসি টুর্নামেন্ট। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ, কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। মেয়েদের ক্রিকেটেও সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সবচেয়ে বেশি আলোচনায় ২০২৫। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপও বলা হয়। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না ধরেই নেওয়া যায়। এ বিষয়ে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মাঝে এ মাসেই পাকিস্তান যাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম!
দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানে। বিশ্ব ক্রিকেট সংস্থা সূচি প্রকাশ করেছে চতুর্থ সংস্করণের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং আয়োজক পাকিস্তান। ২৩ নভেম্বর শুরু দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ৩ ডিসেম্বর। মুলতান এবং লাহোরে হবে ম্যাচগুলি। পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ সহ ১৫টি ম্যাচ হবে লাহোরে। এ ছাড়াও সেমিফাইনাল, ফাইনাল সহ বিশ্বকাপের ৯ টি ম্যাচ হবে মুলতানে। এখানেই ২৫ নভেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ।
এই খবরটিও পড়ুন
দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল ২০১২ সালে। এরপর ২০১৭ ও ২০২২ সালে এই টুর্নামেন্ট হয়েছে। তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই প্রথম ভারতের বাইরে হচ্ছে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় টিমের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে পাকিস্তানে বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা। ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হোক। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলের সম্ভাবনাই বেশি। ভারতের ম্যাচ অন্য জায়গায় রেখে, টুর্নামেন্টের বাকি ম্যাচ পাকিস্তানে হতে পারে।
The journey begins! Our Coaching Camp is officially underway at Ball Park Cricket Ground, Gurugram, as we gear up for the 4th T20 World Cup for the Blind!#T20WorldCupForTheBlind #CricketForAll #InspirationInMotion #RoadToVictory #Gurugram #BlindCricket pic.twitter.com/XnUFNNAUQ4
— Cricket Association for the Blind in India (CABI) (@blind_cricket) October 28, 2024