সাড়ে তিন বছরের খুদে অনীশ সরকারের রেকর্ড।Image Credit source: X
কলকাতা: দাবার জগতে সাড়ে তিন বছরের অনীশ সরকার (Anish Sarkar) তাক লাগিয়ে দিয়েছে। এই বয়সেই বিস্ময় প্রতিভা হয়ে উঠেছে নিউটাউন কৈখালির অনীশ। সাড়ে তিন বছরের এই খুদে গড়েছে বিশ্বরেকর্ড। দাবার বোর্ডে ঝড় তুলছে সে। গত বছর পুজোর সময় অনীশকে দাবার বোর্ড কিনে দিয়েছিল তারমামা। দাবার ঘুঁটি বড়, তাই মুখে সহজে ঢোকাতে পারবে না। সেই জন্যই মূলত দাবার বোর্ড কিনে দেওয়া। কে জানত সেই বাচ্চা ওই বোর্ডে ঝড় তুলবে!
ইউটিউবে একের পর এক চেস কম্পিটিশন দেখে আর রিলে শুনতে থাকে অনীশ। দাবার প্রতি আগ্রহ তৈরি হওয়ায় তাকে তার মা-বাবা দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিতে ভর্তি করে দেয়। বাবা-মা দু’জনই চাকরি করেন। ক্রেসে রাখার বদলে দাবার অ্যাকাডেমিতে ভর্তি করান ছেলেকে। অনীশের মায়ের কথায়, ‘দুপুর ১২টায় ওকে দিয়ে আসি ওখানে। রাত ৮টার সময় যখন ওকে আনতে যাই, ও বোর্ড ছেড়ে উঠতেই চায় না।’
কয়েকদিন আগে রাজ্য অনূর্ধ্ব-৯ ও অনূর্ধ্ব-১৩ দাবা মিট হয়েছিল। সেখানে ১৫৫৫ ফিডে এলো রেটিং পেয়েছে কৈখালির ছোট্ট অনীশ। বিশ্বের কনিষ্ঠতম হিসেবে ফিডে এলো রেটিং পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছে সে। ভারতীয় দাবায় যা ইতিহাস। মাত্র ৩ বছর ৮ মাস ১৮ দিনের অনীশ ফিডে এলো রেটিং পেয়েছে। এর আগে ভারতে তেজশ তিওয়ারি ৫ বছর বয়সে ফিডে এলো রেটিং পেয়েছিল। এ বার অনীশ তাকেও ছাপিয়ে গেল।
Anish Sarkar creates history by becoming the youngest FIDE-rated chess player ✨
He was 3 years, 8 months, and 19 days old 🤯pic.twitter.com/D1khQ8rRct
— The Khel India (@TheKhelIndia) November 2, 2024
এখন ছুটি কাটাতে কলকাতার বাইরে অনীশ আর তার পরিবার। ফিরবে সামনের সপ্তাহে। আর তারপরই অনীশ অংশ নেবে কলকাতায় অনুষ্ঠিত টাটা স্টিল দাবা প্রতিযোগিতায়।