আড়মোড়া ভাঙার আগেই প্যাভিলিয়নে ভারতের চার, ১৪৭ টার্গেটই যেন পাহাড়-প্রমাণ


IND vs NZ: আড়মোড়া ভাঙার আগেই প্যাভিলিয়নে ভারতের চার, ১৪৭ টার্গেটই যেন পাহাড়-প্রমাণImage Credit source: X

কলকাতা: পাঁচ দিনের টেস্ট যেন আড়াই দিনেই শেষ হওয়ার পথে! রবি-সকালে মুম্বই টেস্ট দেখে তেমনটাই মনে হচ্ছে ক্রিকেট প্রেমীদের। দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হয়, সেই সময় নিউজিল্যান্ড ছিল ৯ উইকেটে ১৭১ রানে। তৃতীয় দিন সকাল সকাল ভারতের প্রয়োজন ছিল এক উইকেট। তিনটে সিঙ্গল নেন এজাজ প্যাটেল। এরপর বড় শট খেলতে গিয়ে আকাশ দীপের হাতে ক্যাচ দিয়ে আউট হন। সেই সঙ্গে ১৭৪ রানে অল আউট হয় কিউয়িরা। যার ফলে ভারতের টার্গেট দাঁড়ায় ১৪৭। এই পিচে ১৪৭ রানের টার্গেটই ভারতের জন্য যেন পাহাড়-প্রমাণ। সেই রান তাড়া করতে নেমে আড়মোড়া ভাঙার আগেই ভারতের চার তারকা ফেরেন প্যাভিলিয়নে।

বিস্তারিত আসছে…

Leave a Reply