দেশের মাটিতে লজ্জার নজিরেও রোহিত শর্মা বলছেন, ‘কোনও অনুশোচনা নেই’


দেশের মাটিতে লজ্জার নজিরেও রোহিত বলছেন, ‘কোনও অনুশোচনা নেই’Image Credit source: PTI

কলকাতা: গৌতম গম্ভীরের জমানায় চরম লজ্জার নজির গড়েছে ভারতীয় ক্রিকেট টিম। অজি সফরের আগে কিউয়িদের টেস্ট সিরিজে হারিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পরিকল্পনা ছিল ভারতের (India)। সেই পরিকল্পনা মাঠেই মারা গিয়েছে। বেঙ্গালুরু, পুনের পর মুম্বই একটি টেস্ট ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না টিম ইন্ডিয়া। একদিকে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারত হারার পর ক্যাপ্টেন জানান, এই সিরিজে তিনি ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি। একইসঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma) জানান, ক্যাপ্টেন হিসেবেও এই সিরিজটা তাঁর ভালো কাটেনি। পাশাপাশি রোহিত এও জানিয়েছেন যে, তাঁর কিন্তু কোনও অনুশোচনা নেই।

আসলে প্রেস কনফারেন্সে দলের ক্রিকেটারদের শট সিলেকশন নিয়ে ভারত অধিনায়কের সামনে প্রশ্ন করা হয়। একইসঙ্গে রোহিতের নিজের শট সিলেকশন নিয়েও জানতে চাওয়া হয়, যে তিনি হতাশ কিনা? তাতে পরিষ্কার রোহিত বলেন, ‘অতীতে যে শট খেলে সাফল্য পেয়েছি, এখানেও সেটা খেলেছি। আর তার জন্য আমার কোনও অনুশোচনা নেই।’

এই খবরটিও পড়ুন

পিচ যে ভাবে ভারতকে এই টেস্ট সিরিজে বিপাকে ফেলেছে, তা নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এর আগে এত কিছু নিয়ে ভাবিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ভালো পিচেই খেলেছি। এ বার মনে হয়েছিল সাফল্য পাব। দল হিসেবে এই হার মেনে নেওয়ার মতো নয়। তবে জীবনে কোনও কিছু সহজ নয়। একটা দিন ভালো কাটে। পরের দিনটা খারাপ কাটতে পারে। খুব অল্প বয়সে এটা বুঝতে পেরেছিলাম। সত্যিটা যত সহজে মেনে নেওয়া যায় ততটা ভালো। এই হার কষ্টকর।’

Leave a Reply