‘পন্থ-গিলদের থেকে শিখতে হবে’, সিনিয়রদের ব্যর্থতা স্বীকার রোহিতের, মানলেন অধিনায়কত্বের ভুলও


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল-ঋষভ পন্থদের থেকে ব্যাটিং শিখতে হবে। নিউজিল্যান্ডের কাছে লজ্জার চুনকামের পর সাফ এই কথা জানিয়ে দিলেন রোহিত শর্মা। দলের সিনিয়র ব্যাটারদের রান না পাওয়াটা অত্যন্ত উদ্বেগের বিষয়, সেটাও মেনে নিয়েছেন ভারত অধিনায়ক। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ থেকে শিক্ষা নিয়ে দ্রুত পরের সিরিজে মন দিতে হবে দলকে, বলছেন রোহিত।

শেষবার ২৪ বছর আগে ঘরের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল শচীন তেণ্ডুলকরের ভারত। রবিবার মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে লজ্জার হারের পর ফিরল ২৪ বছরের আগের লজ্জা। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত অধিনায়ক মেনে নেন, অধিনায়ক হিসাবে মোটেই ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি।

হিটম্যান সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “এইভাবে টেস্ট হারাটা হজম করা মোটেই সহজ নয়। গোটা সিরিজে আমাদের কিছু পরিকল্পনা ছিল যেগুলো ব্যর্থ হয়েছে। তাই ভুগতে হয়েছে গোটা দলকে। আসলে পন্থ, গিল, ওয়াশিংটন সুন্দররা বাকিদের শিখিয়েছে এই পিচে কীভাবে ব্যাট করতে হবে। আমি অধিনায়ক হিসাবেও ব্যাট হাতে মোটেই ভালো খেলতে পারিনি। প্রচুর ভুল করেছে গোটা দল। সেগুলো শুধরে নিতে হবে।”

তবে সিনিয়রদের রান না পাওয়া নিয়ে আলাদা করে চিন্তিত শোনায় রোহিতের গলা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “দলের সিনিয়র ব্যাটাররা রান না পেলে সেটা সত্যিই খুব চিন্তার ব্যাপার। এখন দল হিসাবে আমাদের দেখতে হবে এই কীভাবে ভুল ত্রুটি যতটা তাড়াতাড়ি সম্ভব শুধরে নেওয়া যায়।” রোহিতের মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ভারতের কাছে। আপাতত সেদিকেই মন দিতে চান ভারত অধিনায়ক।

Leave a Reply