বোর্ডের ‘নির্দেশে’ও ঘরোয়া ক্রিকেট খেলেননি কোহলি-রোহিতরা! তারকারা ব্যর্থ হতেই তুঙ্গে বিতর্ক


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ মাস পরে টেস্ট খেলতে হবে বলে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে নামার পরামর্শ দিয়েছিল বিসিসিআই। কিন্তু বোর্ডের নির্দেশে নাকি পাত্তাই দেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। উলটে তাঁরা নাকি বোর্ডকে জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলার মতো উৎসাহ পাচ্ছেন না। তাই সোজাসুজি আন্তর্জাতিক স্তরের টেস্টেই খেলতে নামবেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চুনকামের পর থেকেই প্রশ্ন উঠছে মেন ইন ব্লুর পারফরম্যান্স নিয়ে। বিশেষত রোহিত-বিরাটদের মতো সিনিয়রদের রান না পাওয়া এবং খারাপ শট বাছাই নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। শোনা যাচ্ছে, এবার সিনিয়র ক্রিকেটারদের নিয়ে কঠোর পদক্ষেপ করার কথাও ভাবছে বিসিসিআই। এহেন পরিস্থিতিতে বিস্ফোরক খবর প্রকাশ্যে এনেছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা। তাদের দাবি, বোর্ডের নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেট খেলেননি জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। তার ফলে কার্যত বিনা প্রস্তুতিতেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে হয়েছে তাঁদের।

মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিল ভার‍ত। তার ৬ মাস পরে বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের সিরিজ ছিল রোহিতদের। ওই সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘদিনের বিরতির জেরে টেস্ট খেলতে যেন সমস্যা না হয় সেজন্যই দলীপ ট্রফির কয়েকটি ম্যাচে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নামতে বলা হয়েছিল। সেই নির্দেশ মতো ঋষভ পন্থ, শুভমান গিল, সরফরাজ খান, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়ালরা নেমে পড়েছিলেন ঘরোয়া ক্রিকেটে। রাহুল ছাড়া বাকিরা সকলেই সাফল্য পেয়েছেন সদ্যসমাপ্ত বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে।

কিন্তু সূত্রের খবর, বোর্ডের নির্দেশ সত্ত্বেও দলীপে খেলেননি রোহিত-বিরাটরা। তাঁরা নাকি প্রথমে দলীপে নাম লিখিয়েছিলেন। কিন্তু পরে নাম প্রত্যাহার করে নেন। জানান, ঘরোয়া ক্রিকেট খেলার তাগিদ অনুভব করছেন না। এই তালিকায় রয়েছে জশপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিনের নামও। বাংলাদেশের বিরুদ্ধে সোজা সিরিজ খেলতে নেমে পড়েন তাঁরা। কিন্তু চার তারকারই পারফরম্যান্স খুবই খারাপ এই দুই সিরিজে। সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিরাও প্রশ্ন তুলেছেন, যথেষ্ট প্রস্তুতি না নিয়েই কি সিরিজ খেলেছে ভারতীয় দল? আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতেও কি প্রস্তুতির অভাবে বিপাকে পড়বে ভারত? উঠছে প্রশ্ন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply