Rishabh Pant: ‘এমন কোরো না…’, অজি সফরের কথা ভেবে ঋষভ পন্থকে সতর্কবার্তা!Image Credit source: PTI
কলকাতা: ভারতের মাটিতে সদ্য শেষ হয়েছে নিউজল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট সিরিজ। ৩ ম্যাচের সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি এই সিরিজে ২৬১ রান করেছেন। যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ভারতের সিনিয়র ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, সেখানে ঋষভ জ্বলে উঠেছেন। তিনি বরাবর বিধ্বংসী ক্রিকেট খেলেন। তাঁর ব্যাটে বিভিন্ন ম্যাচে দেখা যায় চমকে দেওয়ার মতো নানা শট। তিনি ব্যাট হাতে দাপট দেখানোর পাশাপাশি উইকেটের পিছনে দস্তানা হাতেও দুরন্ত ছন্দে থাকেন। এ বার অজি সফরে যাবেন পন্থ। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এক ভিডিয়ো। যা দেখে নেটিজ়েনরা তাঁকে সতর্কবার্তা দিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পন্থের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় মুম্বই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ওয়াংখেড়েতে কার্টহুইল করছেন ঋষভ পন্থ। দিনের খেলা শুরু হওয়ার আগে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করার সময় এমনটা করেন ঋষভ। সেই মুহূর্তের ভিডিয়োটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পন্থের ওই ভিডিয়োতে প্রচুর কমেন্ট পড়েছে। যেখানে ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাঁর এই কার্যকলাপে চিন্তিত। তাঁদের মতে, বর্ডার গাভাসকর ট্রফির আগে এমনটা করে ঋষভ যদি চোট পান, তা হলে চাপে পড়বে ভারতীয় টিম।
এই খবরটিও পড়ুন
Rishabh pant is doing Cartwheel 🤯 he is so acrobatic 🔥🇮🇳 #Rishabpant #INDvNZ pic.twitter.com/maqDkwivnk
— Ashish (@SirAshu2002) November 3, 2024
এক্সে একজন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভের ওই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘ভাই এমনটা করো না, হাঁটুতে ঘষা লেগে গেলে সমস্যা তৈরি হবে।’ অপর একজনের কমেন্ট, ‘ব্যাটিংয়ে তো ভয় লাগত, এ বার সেলিব্রেশন দেখেও ভয় লাগবে। একটু না এদিক-ওদিক হয়ে যায়।’ আর একজন কমেন্টে লেখেন, ‘আমাদের ভাই আগুন।’
Bhai mat kr agr Ghutna Ghishak gya na to dikkt ho jaayegi 🙏
— Yogesh (@yogesh_xrma) November 3, 2024
Batting se to darr lagta hi tha ab celebration se bhi dar lagega thoda idhar udhar na hojaye
— Rahul (@Rahul151304) November 3, 2024
Fire 🔥 hai bhai apna ☺️
— ◽ऋषभ J✨🤍 (@rishabh_07_) November 3, 2024
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন ঋষভ। গত বছর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ। সেই সময় তাঁর একাধিক অস্ত্রোপচার হয়েছিল। তেমনই হাঁটুতে তাঁর অস্ত্রোপচার যেখানে হয়েছিল, সেই জায়গাতেই বেঙ্গালুরু টেস্টের সময় চোট পান পন্থ। যার ফলে তাঁকে ওই টেস্টে আর কিপিংয়ে দেখা যায়নি। ব্যাটিং করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় টেস্ট থেকে ব্যাটিং ও ফিল্ডিং দুটোই করেন। এবং ভারতের ক্রাইসিসম্যানের দায়িত্ব পালন করতেও দেখা যায়। এ বার অজি সফরে তাঁর দিকে বিশেষ নজর থাকবে।