চলতি মাসেই আইপিএলের মহা নিলাম, চূড়ান্ত দিনক্ষণ, কোথায় বসছে কোটি টাকার লিগের অকশন?


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: রিটেন পর্ব শেষ। এবার প্রকাশ্যে এল মহা নিলামের দিনক্ষণও। সেই সঙ্গে জানা গেল কোথায় বসতে চলেছে আইপিএলের মহা নিলাম। চলতি মাসেই বেজে যাবে কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা। আগামী ২৪ ও ২৫ নভেম্বরে সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মহা নিলাম।

এই নিয়ে জল্পনা ছিলই। নভেম্বরের শেষ সপ্তাহেই যে মহা নিলাম হতে চলেছে, তা নিয়ে আলোচনা চলছিল। সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। ঘটনাচক্রে ওই সময়ে বর্ডার গাভাসকর ট্রফি চলবে। ২২ নভেম্বর থেকে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর। অর্থাৎ প্রথম টেস্ট চলাকালীনই ঠিক হয়ে যাবে রিটেন করা ক্রিকেটাররা ছাড়া কে কোন দলের হয়ে খেলবেন। সেই তালিকায় আছেন ঋষভ পন্থ, কেএল রাহুলের মতো তারকা।

উল্লেখ্য, টেস্ট এবং নিলাম দুটোরই সম্প্রচার করবে একই চ্যানেল। তার জন্য বোর্ডের তরফে চেষ্টা চলছে এমন সময়ে নিলাম শুরু করার, যাতে দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরে নিলাম হতে পারে। যেহেতু অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের সময়ের ব্যবধান অনেকটাই, তাই সমস্যা হবে না বলেই আশাবাদী বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply