কেরিয়ারে নানা চড়াই-উতরাই। ক্রীড়াবিদদের এমন পরিস্থিতি আসে। কেউ বা ঘুরে দাঁড়াতে পারেন। কিংবদন্তি হয়ে ওঠেন। আবার অনেকেই হারিয়ে যান। আজ কেরিয়ারের ৩৬তম জন্মদিন সেলিব্রেট করছে ভারত তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স ভরসা দিচ্ছে না। ভাবনায় এখন অস্ট্রেলিয়া সফর। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় থেকে সিনিয়র দলের হয়ে ওয়ান ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির স্বাদ। কেরিয়ারে সবচেয়ে বেশি ওয়ান ডে আন্তর্জাতিক সেঞ্চুরি। খারাপ সময় যেমন কিছু কেটেছে, তার চেয়ে ঢের বেশি গর্বের মুহূর্ত। বিরাট কোহলির ৩৬তম জন্মদিনে দেখে নেওয়া যাক তেমনই ‘২৪’ টি মুহূর্ত-কীর্তি-রেকর্ড।
রইল এক নজরে…
- বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বছরই সিনিয়র টিমে সুযোগ বিরাটের। এরপর আর ঘুরে তাকাতে হয়নি।
- বয়সের নিরিখে সবচেয়ে কম বয়সে দেওধর ট্রফি ফাইনালে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। যদিও শুভমন গিল সেই রেকর্ড ভেঙেছেন। দ্বিতীয় স্থানে বিরাট।
- এক দশকে ২০ হাজার আন্তর্জাতিক রান। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি বিরাটের। ২০২৯ সালে এই রেকর্ড পূর্ণ হয়েছিল বিরাটের।
- দ্রততম ১৩ হাজার ওয়ান ডে আন্তর্জাতিক রানের রেকর্ডও বিরাট কোহলির দখলে। ২৬৭ ইনিংসে ১৩ হাজারে পৌঁছেছিলেন বিরাট কোহলি। ছাপিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরকে (৩২১ ইনিংস)।
- প্রথম ব্যাটার হিসেবে দুটি দেশের বিরুদ্ধে ওয়ান ডে সেঞ্চুরির হ্যাটট্রিক রয়েছে বিরাট কোহলির। ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৩*, ১০৮ এবং ১০৬ করেছিলেন। এরপর ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪০, ১৫৭*, ১০৭ রান।
- অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে ২০১৮ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি, আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন।
- ক্যাপ্টেন হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ওয়ান ডে আন্তর্জাতিক রান বিরাট কোহলির দখলে। ২০১৭ সালে ওডিআইতে ১৪৬০ রান করেছিলেন বিরাট। ২৬ ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৭৫-এর বেশি!
- ওয়ান ডে-তে ২০১৯ বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করেছিলেন বিরাট কোহলি। প্রথম ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপে টানা পাঁচটি হাফসেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন।
- প্রথম ক্যাপ্টেন হিসেবে টানা তিন ক্যালেন্ডার বর্ষে এক হাজার টেস্ট রান বিরাটের ঝুলিতে। ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে করেছিলেন যথাক্রমে ১২১৫, ১০৫৯, ১৩২২ রান।
- টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিও বিরাট কোহলির দখলে।
- আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে ১১টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তাঁর সামনে এই রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরেরই।
- ভারত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআইতে সর্বাধিক স্কোর বিরাটের। পাঁচ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআইতে ১২০ রানের ইনিংস খেলেছিলেন।
- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি ওডিআই সেঞ্চুরি বিরাট কোহলির। এর মধ্যে পাঁচটি ভারতের মাটিতে।
- দ্রুততম হিসেবে ওডিআইতে ৩০, ৩৫ ও ৪০ সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছিলেন বিরাট কোহলি।
- ওডিআইতে বিরাট কোহলির মোট সেঞ্চুরি ৫০টি। গত বিশ্বকাপেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে সবচেয়ে বেশি ওডিআই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বিরাট।
- ওডিআইতে ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক রয়েছে বিরাট কোহলির।
- পার্টটাইম বোলার। একটা সময় নিয়মিত বোলিংও করতেন। টি-টোয়েন্টি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসনকে আউট করেছিলেন!
- ওয়ান ডে বিশ্বকাপে তাঁর অভিষেক ২০১১। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি।
- বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। ২০১৫ সালে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১০৭ রান।
- ওয়ান ডে-তে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের প্রথম ব্যাটার হিসেবে এক সিরিজে ৫০০ রান করেছিলেন বিরাট কোহলি।
- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৮ সালে ছয় ম্যাচে ৫৫৮ রান করেছিলেন বিরাট কোহলি।
- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৬ সালে ৪টি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ২০২২ সালে রাজস্থানের হয়ে সমসংখ্যক সেঞ্চুরিতে বিরাট কোহলিকে ছুঁয়েছিলেন জস বাটলার।
- টেস্ট ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ১৫০ প্লাস স্কোর রয়েছে বিরাট কোহলির।
- ঘরের মাঠে গত ওয়ান ডে বিশ্বকাপে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের ৬৭৩ রানের রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি।