সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬-এ পা দিলেন বিরাট কোহলি। ভারতীয় দল ও কোহলি, দুজনের ফর্মই অবশ্য এই মুহূর্তে আনন্দের পরিস্থিতিতে নেই। কিন্তু তাতে কী? কোহলিকে নিয়ে ভক্তদের মধ্যে আবেগের যে উচ্ছ্বাস, তাতে ভাটা পড়ার লক্ষণ নেই। জন্মদিনের আগেই পেলেন হনুমানজির ছবি। এক ভক্ত হাতে এঁকে উপহার দিয়েছেন ছবিটি।
সদ্যসমাপ্ত সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হয়েছে ভারত। একেবারেই চেনা ছন্দে নেই কোহলিও। ৬ ইনিংসে সংগ্রহ মাত্র ৯৩ রান। এর মধ্যে কেন ঘরোয়া ক্রিকেটে খেলেননি, সেই বিতর্কও ধাওয়া করছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত পরীক্ষায় পড়তে হবে কোহলিকে। সেই তালিকায় আছে ভারত অধিনায়ক রোহিত শর্মাও।
টেস্ট হারের পর স্বাভাবিকভাবেই বিষণ্ণ টিম ইন্ডিয়ার পরিবেশ। এরই মধ্যে কোহলির ৩৬তম জন্মদিন। সেই উপলক্ষ্যে এক ভক্ত হনুমানজির ছবি নিয়ে উপস্থিত হন মুম্বইয়ের হোটেলে। হাতে আঁকা ছবিটি তিনি কোহলিকে উপহার দেন। সেই ভক্তর পরনে ছিল জাতীয় দলের জার্সি। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। ক্রিকেট কেরিয়ারে সমর্থকদের থেকে সব সময়ই উজাড় করা ভালোবাসা পেয়েছেন কোহলি। দুঃসময়ে যেন প্রবল সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, তেমনই সমর্থনেরও অভাব হয়নি।
সম্প্রতি সেই পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন ‘কিং’ কোহলি। তার মধ্যেই সমর্থকের থেকে পেলেন বজরংবলির ছবি। সাম্প্রতিক সময়ে কোহলিকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও তীর্থস্থানে দেখা গিয়েছে। বেঙ্গালুরু টেস্টের পর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁকে একটি কীর্তনের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। মাঝে অবশ্য রানের খরা রয়েছে। অন্যদিকে জন্মদিনে ভক্তদের প্রার্থনাও থাকছে কোহলির জন্য। সব মিলিয়ে তিনি কি চেনা ছন্দে ফিরতে পারবেন? জন্মদিনে সেটাই কামনা থাকবে সমর্থকদের।
A fan gifted the Lord Hanuman Ji Portrait to Virat Kohli in Mumbai.🙏
– THIS IS BEAUTIFUL..!!!! ❤️ pic.twitter.com/BzQFdcF19h
— Tanuj Singh (@ImTanujSingh) November 4, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));